Elo Re Pujo Elo ( এলো রে পুজো এলো) Bangla Lyrics By Nakash Aziz and Senjuti Das.

 Elo Re Pujo Elo ( এলো রে পুজো এলো) Bangla Lyrics By Nakash Aziz and Senjuti Das.

Elo Re Pujo Elo ( এলো রে পুজো এলো) Bangla Lyrics By Nakash Aziz and Senjuti Das.

Song : Elo Re Pujo Elo 

Singer : Nakash Aziz and Senjuti Das

Lyrics : Ritam Sen

Music : Dabbu

Label : SVF Music

Elo Re Pujo Elo Bangla Lyrics 

ধুনুচির দোলে দোলে আজ নেচে নে তোরা,

প্রদীপে আসর সাজা

ঢাকের ওই মিষ্টি বোলে আজ নেচে নে তোরা,

ঘন্টা কাসর বাজা।

আগমীর সুরে আজই চলনা মাকে ডাকি

এল রে পুজো এল রে, এল মা, 

অলিগলি ঘুরে এল রে

এল রে পুজো এল রে, এল মা, 

অলিগলি ঘুরে এল রে

এল রে পুজো এল রে, এল মা, 

মাকে ঘরে তোলো রে।

আদরে, সোহাগে আজ ভরেছে ডালা,

আবিরে, সিদুরে খুব জমেছে খেলা।

শিউলি, ছড়ানো পথে খুজেছি তোকে,

সেজেদি, আরতি চলে ওই দুটি চোখে।

হে.. অল্প চিনবো তোকে কিছু গল্প থাকবে বাকি

এল রে পুজো এল রে, এল মা, 

অলিগলি ঘুরে এল রে

এল রে পুজো এল রে, এল মা, 

মাকে ঘরে তোলো রে।

কাঁশবন আলো করে, আজ মন ভালো করে, 

শরৎ আজ ডাক দিয়েছে,সাঁকেরই চেনা সুরে।

চলে যাস ছুয়ে দিয়ে,চলে যাস মন রাঙিয়ে

আঁটলে বাঁধবো তোকে মায়াবি ছুমন্ত্ররে।

আগমীর সুরে আজই চলনা মাকে ডাকি

এল রে পুজো এল রে, এল মা, 

অলিগলি ঘুরে এল রে

এল রে পুজো এল রে, এল মা, 

অলিগলি ঘুরে এল রে

এল রে পুজো এল রে, এল মা, 

মাকে ঘরে তোলো রে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *