Evabeo Valobasha Jay Bangla Lyrics By Kona & Mahtim Shakib.

Evabeo Valobasha Jay Bangla Lyrics By Kona & Mahtim Shakib.

Evabeo Valobasha Jay Bangla Lyrics By Kona & Mahtim Shakib.

Song : Evabeo Valobasha Jay 

Singer : Kona & Mahtim Shakib

Lyrics : M A Alam Shuvo

Tune & Music : Rezwan Sheikh 

Producer : Tanvir Mahmood Apu

Label : Sultan Entertainment

Evabeo Valobasha Jay Song Lyrics 

তার গল্পে মন ডুবে যায় 

সব কথা বলা যায়,

বলছি ইশারায়, সে যেন না হারায়। 

তার গল্পে মন ডুবে যায় 

সব কথা বলা যায়,

বলছি ইশারায়, সে যেন না হারায়। 

তার হাসি ভালোলাগে

তাকে দেখে প্রেম জাগে, 

সকাল সন্ধ্যা রাখি পাহারা,

পাশাপাশি ছায়া হয়ে 

একসাথে চলা যায়,

তাকে বুকে আগলে রেখে 

এভাবে ভালোবাসা যায়।। 

হাজারো অভিমান, আমার এ প্রেমের গান 

থেকে যায় পিছুটান তাকে ভালোবেসে। 

স্বপ্নে এসে ছুঁয়ে যাই 

তার প্রেমে ভেসে যাই,

সব ব্যথা ভুলে যাই থাকলে পাশে। 

তার হাসি ভালোলাগে

তাকে দেখে প্রেম জাগে, 

সকাল সন্ধ্যা রাখি পাহারা ..

পাশাপাশি ছায়া হয়ে 

একসাথে চলা যায়,

তাকে বুকে আগলে রেখে 

এভাবে ভালোবাসা যায়।। 

এই রাত জাগার মানে বলছি কানে কানে 

জানে এই রাত জানে কতটা ভালোবাসি। 

তোর মনের কথা জানি 

হোক না সে অভিমানী,

সে শুধু আমার মানই তাইতো কাছে আসি। 

তার হাসি ভালোলাগে

তাকে দেখে প্রেম জাগে, 

সকাল সন্ধ্যা রাখি পাহারা ..

পাশাপাশি ছায়া হয়ে 

একসাথে চলা যায়,

তাকে বুকে আগলে রেখে 

এভাবে ভালোবাসা যায়।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *