Fire Ay Pagli (ফিরে আয় পাগলী) Bangla Lyrics By RA Azmir.
Fire Ay Pagli (ফিরে আয় পাগলী) Bangla Lyrics By RA Azmir.
Song : Fire Ay Pagli
Singer : RA Azmir
Lyrics & Tune : Alex Abdus Salam
Music : Sikder Akash
Label : Bhawal Music
Fire Ay Pagli Bangla Lyrics
পরান বইলা জান বলিয়া
ডাকলি না রে আর
ফিরে আয় পাগলী
আমার বুকেতে আবার
পরান বইলা জান বলিয়া
ডাকলি না রে আর
ফিরে আয় পাগলী
আমার বুকেতে আবার
তোরে ছাড়া কান্দি আমি
দেখনা আসিয়া
ভালোবাসিয়া রে পাগলি
ভালোবাসিয়া
তোরে ছাড়া কান্দি আমি
দেখনা আসিয়া
ভালোবাসিয়া রে পাগলি
ভালোবাসিয়া
হাত রাখিয়া মাথার উপর
কসম কাইটা নিলি
ভুইলা গেলে বাচবে না আর
এমন শপথ দিলি
হাত রাখিয়া মাথার উপর
কসম কাইটা নিলি
ভুইলা গেলে বাচবে না আর
এমন শপথ দিলি
কসম গুলা ভুইলা বেইমান
গেলি ছাড়িয়া
ভালোবাসিয়া রে পাগলি
ভালোবাসিয়া
তোরে ছাড়া কান্দি আমি
দেখনা আসিয়া
ভালোবাসিয়া রে পাগলি
ভালোবাসিয়া
তোরে ছাড়া কান্দি আমি
দেখনা আসিয়া
এই পাগলের পাগলামি তে
ছিলো না রে ভুল
বুঝবি একদিন খুজবি আমায়
হইয়া রে ব্যাকুল
এই পাগলের পাগলামি তে
ছিলো না রে ভুল
বুঝবি একদিন খুজবি আমায়
হইয়া রে ব্যাকুল
ধুকে ধুকে প্রেমের জালায়
যাবো মরিয়া
ভালোবাসিয়া রে পাগলি
ভালোবাসিয়া
তোরে ছাড়া কান্দি আমি
দেখনা আসিয়া
ভালোবাসিয়া রে পাগলি
ভালোবাসিয়া
তোরে ছাড়া কান্দি আমি
দেখনা আসিয়া।।