Gaa Chuye Bol (গা ছুয়ে বল) Bangla Lyrics By Emon Chowdhury & Abanti Sithi.
Gaa Chuye Bol (গা ছুয়ে বল) Bangla Lyrics By Emon Chowdhury & Abanti Sithi.
Song: Gaa Chuye Bol
Singer: Emon Chowdhury & Abanti Sithi
Lyrics: Rasel Mahmud
Tune: Emon Chowdhury
Film: Surongo
Music Label: Chorki
Dhukkur Pukkur Song Lyrics
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন (২)
আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে
ক্যান যে তারে বারে বারে
দ্যাখার খায়েশ জাগে
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
আমার ক্যামন ক্যামন লাগে!
এমন হয় নাই তো আগে
ক্যান যে তারে বারে বারে
দ্যাখার খায়েশ জাগে।
সকাল-দুপুর-রাত্রি-ভোরে
থাকি তারই ঘোরে
সকাল-দুপুর-রাত্রি-ভোরে
থাকি তারই ঘোরে
থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন (২)
ও তার নদীর মতো গভীর চোখে
ডুবি-উঠি-ভাসি
তার হাসির সুবাস গায়ে মেখে
চুলের মেঘে ভাসি (২)
টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে
টাপুরটুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে
সে যে আমার ভাঙ্গা ঘরে সাত রাজারই ধন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ও তার মায়া-মাখা আদর
সাথে ছায়ার মতো থাকে
তার ভালোবাসার চাদর
জড়াইয়া ধইরা রাখে (২)
যেন নূপুর হইয়া বাজে
আর নাচে মনের ঘরে
যেন নূপুর হইয়া বাজে
নাচে মনের ঘরে
সে যে আমার ঘোর আন্ধারে চান্দেরই মতন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন
ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন (২)