Gaani Amar Puja Gane Porichoy ( গানই আমার পূজা গানে পরিচয়) Bangla Lyrics By Babul Supriyo And Bhupinder Singh.
Gaani Amar Puja Gane Porichoy ( গানই আমার পূজা গানে পরিচয়) Bangla Lyrics By Babul Supriyo And Bhupinder Singh.
Song : Gaani Amar Puja Gane Porichoy
Singer : Babul Supriyo And Bhupinder Singh
Music : Babul Bose
Lyrics : Gautam Sushmit
Director : Swapan Saha
Production : Silver Vally Communications Ltd.
Music Label : Eskay Movies
Gaani Amar Puja Gane Porichoy Lyrics In Bengali
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়।
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়,
শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে,
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়।
গুরুর আশীর্বাদে পেয়েছি যে সুর
আজ তা ছড়িয়ে দেবো দূর বহুদূর,
ও ও ও.. সাধনা সফল হবে যদিগো আমায়
স্নেহ দিয়ে গুরুদেব বুকে টেনে নেয়,
গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রনাম
তাইতো গুরুর মান রাখতে এলাম।
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়,
শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে,
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়।
এই ছিল স্বপ্ন চরণে যে তার
কবে দেবো অঞ্জলি এ গানে আমার।
ভাবিনি পূরণ হবে স্বপ্ন এবার
আসবে সুযোগ তাকে গান শোনাবার,
নত হয়ে তার পায়ে দিই আমি ফুল
করে দিও ক্ষমা গুরু যদি হয় ভুল।
গানই আমার পূজা গানে পরিচয়
তাইতো জীবন মোর শুধু গীতিময়,
শোনাতে এলাম গান এই আসরে
ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে,
গানই আমার পূজা গানে পরিচয়
গানে পরিচয়.. গানে পরিচয়..
গানে পরিচয় ….