Golokdhadha ( গোলকধাঁধা) Bangla Lyrics By Kona & Sudarshan Monti.
Golokdhadha ( গোলকধাঁধা) Bangla Lyrics By Kona & Sudarshan Monti.
Song : Golokdhadha
Singer : Kona & Sudarshan Monti
Lyric & Composition : Ahmed Razeeb
Video : Pankaj Rony
Language : Bangla
Label : Agniveena
Golokdhadha Song Lyrics In Bengali
ভালোবাসার হয় না ব্যাকরণ
মনতো আর কারো কথায়
মানে না বারণ (২ বার)
গোলকধাঁধাতে আমি পড়বো না হায়
ভালোবেসেছি শুধু তোমাকে তাই
যা হোক না হোক তবু
তোমাকে চাই
ও যা হোক না হোক তবু
তোমাকে চাই
সবকিছু ছকে ফেলে
যাইনা জীবন
কে কি যে বলে কেনো
ভাববো এখন (২ বার)
গোলকধাঁধাতে আমি পড়বো না হায়
ভালোবেসেছি শুধু তোমাকে তাই
যা হোক না হোক তবু
তোমাকে চাই
ও যা হোক না হোক তবু
তোমাকে চাই।