Gram Chara Oi Ranga Matir Poth (গ্রামছাড়া ওই) Bangla Lyrics By Sneha Bhattacharya.

Gram Chara Oi Ranga Matir Poth (গ্রামছাড়া ওই) Bangla Lyrics By Sneha Bhattacharya.

 

Gram Chara Oi Ranga Matir Poth (গ্রামছাড়া ওই) Bangla Lyrics By Sneha Bhattacharya.

Gram Chara Oi Ranga Matir Poth (গ্রামছাড়া ওই) Bangla Lyrics By Sneha Bhattacharya.

Song : Gram Chara Oi Ranga Matir Poth

Lyrics : Rabindranath Tagore
Parjaay : Bichitro-14
Taal : Kaharwa
Anga : Baul
Vocal : Sneha Bhattacharya
Music Producer : Jakiruddin Khan
Mix & Master : Prasun Mukhopadhyay

Gram Chara Oi Ranga Matir Poth Song Lyrics :

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে,
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে আমার
মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙ্গা মাটির পথ
আমার মন ভুলায় রে।

ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে-পায়ে পায়ে ধরে,
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে আমার
মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙ্গা মাটির পথ
আমার মন ভুলায় রে।

ও যে কোন বাঁকে কী ধন দেখাবে
কোনখানে কী দায় ঠেকাবে,
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে আমার,
মন ভুলায় রে,
গ্রামছাড়া ওই রাঙ্গা মাটির পথ
আমার মন ভুলায় রে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *