Gram-Chhara Oi Ranga Matir Path (গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ) Bangla Lyrics By Ohornishi Team.

 Gram-Chhara Oi Ranga Matir Path (গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ) Bangla Lyrics By Ohornishi Team. 

Gram-Chhara Oi Ranga Matir Path (গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ) Bangla Lyrics By Ohornishi Team

Song: Gram-Chhara Oi Ranga Matir Path 

Singer:  Ohornishi Team 

Music: Rabindranath Tagore

Lyricist:  Rabindranath Tagore

Label: Ohornishi Team 

Gram-Chhara Oi Ranga Matir Path Lyrics in Bengali 

গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

ওরে কার পানে মন হাত বাড়িয়ে

লুটিয়ে যায় ধুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

ও যে আমায় ঘরের বাহির করে

পায়ে পায়ে পায়ে ধরে

মরি হায় হায় রে

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে

যায় রে কোন চুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

ও কোন বাঁকে কি ধন দেখাবে

কোনখানে কি দায় ঠেকাবে

কোন বাঁকে কি ধন দেখাবে

কোনখানে কি দায় ঠেকাবে

কোথায় গিয়ে শেষ মেলে যে

ভেবেই না কুলায় রে

আমার মন ভুলায় রে

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

আমার মন ভুলায় রে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *