Gram-Chhara Oi Ranga Matir Path (গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ) Bangla Lyrics By Ohornishi Team.
Gram-Chhara Oi Ranga Matir Path (গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ) Bangla Lyrics By Ohornishi Team.
Song: Gram-Chhara Oi Ranga Matir Path
Singer: Ohornishi Team
Music: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore
Label: Ohornishi Team
Gram-Chhara Oi Ranga Matir Path Lyrics in Bengali
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ও কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
আমার মন ভুলায় রে
আমার মন ভুলায় রে