Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা) By Habib Wahid

Hariye Fela Bhalobasha (হারিয়ে ফেলা ভালোবাসা) By Habib Wahid


Song : Hariye Fela Bhalobasha

Vocal : Habib Wahid

Lyrics : Goonjhon Rahman 

Label : Sangeeta 

 


Hariye Fela Bhalobasha Bangla Lyrics 


আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়

পাওয়া না পাওয়ার কি যে নেশা

সেই স্মৃতিটাই আজও হাতরাই

হারিয়ে ফেলা ভালোবাসা ।।

বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে

কি যে ব্যাথা আকুলতা

এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রনয়ে

বেধে তোমায় পেলো ব্যাথা

সেই স্পর্শের গভীরতা যে ভাষা

তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়

পাওয়া না পাওয়ার কি যে নেশা

সেই স্মৃতিটাই আজও হাতরাই

হারিয়ে ফেলা ভালোবাসা ।।

ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা

কেটে যাবে জীবন একা

ভাবোনা, কভুনা, হবেনা তো বলা

বুকে কতো কষ্ট রাখা

এই অস্থিরও সময়ে বলো তা

তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়

পাওয়া না পাওয়ার কি যে নেশা

সেই স্মৃতিটাই আজও হাতরাই

হারিয়ে ফেলা ভালোবাসা ।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *