Hariye Gecho(হারিয়ে গেছো) Bangla Lyrics By Prottoy Khan.

 Hariye Gecho(হারিয়ে গেছো) Bangla Lyrics By Prottoy Khan.

Hariye Gecho(হারিয়ে গেছো) Bangla Lyrics By Prottoy Khan.


Song : Hariye Gecho

Singer : Prottoy Khan

Lyrics : Siam Sarkar Jan

Tune And Music : Prottoy Khan

DOP : Alim Ebad

Edit And Color : HS Mithun 

Director : Shakhawat Hossain Sujon

Label : Agniveena

Hariye Gecho Bangla Lyrics 

হারিয়ে গেছো কত দূরে, 

অধিকার নেই কি আর 

আবারও ফিরে যাওয়ার?

বলোনা আমায়, নিঃশ্চুপ থেকো না 

হৃদয়ের আলিঙ্গন পেতে চাই বারেবার। 

ও ও.. কেন বোঝোনা, আমি পারিনা 

এভাবে বিরহী সময় কাটেনারে না,

ফিরে এসো না, মনের আঙিনায়

হাহাকারে দিশেহারা, কেউ বোঝে না। 

বলোনা আবারও ভালোবাসি 

অভিমান ভুলে কাছে আসি। 

হারিয়ে গেছো কত দূরে, 

অধিকার নেই কি আর 

আবারও ফিরে যাওয়ার?

তুমিহীনা তাই মৃতপ্রায় যেন 

এ জীবনের সব চাপা কবিতা,

বেঁচে আছি আজ দুঃখ পাশে রেখে 

কেউ তো বোঝেনা মনের আকুলতা। 

ও ও.. কেন বোঝোনা, আমি পারিনা 

এভাবে বিরহী সময় কাটে না রে না,

ফিরে এসো না, মনের আঙিনায়

হাহাকারে দিশেহারা, কেউ বোঝে না। 

বলোনা আবারও ভালোবাসি 

অভিমান ভুলে কাছে আসি। 

হারিয়ে গেছো কত দূরে, 

অধিকার নেই কি আর 

আবারও ফিরে যাওয়ার?

বলোনা আমায়, নিঃশ্চুপ থেকো না 

হৃদয়ের আলিঙ্গন পেতে চাই বারেবার। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *