Hat Bariye Dakish(হাত বাড়িয়ে ডাকিস) Bangla Lyrics By Rinku

Hat Bariye Dakish(হাত বাড়িয়ে ডাকিস) Bangla Lyrics By Rinku

Song : Hat Bariye Dakish

Vocal : Rinku

Lyrics : Mohammad Ali

Tune : Amit Kar

Label : G Series 

 

Hat Bariye Dakish Bangla Lyrics 

তোর হৃদয়ের বসত ভিটায়

একটু জায়গা রাখিস

অনুভবের দুঃখ সুখে

আমার শুধুই থাকিস

তোর হৃদয়ের বসত ভিটায়

একটু জায়গা রাখিস

অনুভবের দুঃখ সুখে

আমার শুধুই থাকিস।

পারিস যদি ভালোবেসে

আমার হয়ে কাছে এসে

পারিস যদি ভালোবেসে

আমার হয়ে কাছে এসে

হাত বাড়িয়ে ডাকিস ,বন্ধু 

হাত বাড়িয়ে ডাকিস

হাত বাড়িয়ে ডাকিস ,বন্ধু 

হাত বাড়িয়ে ডাকিস।

তোর হৃদয়ের বসত ভিটায়

একটু জায়গা রাখিস

অনুভবের দুঃখ সুখে

আমার শুধুই থাকিস

নীল জোনাকি রাতে যখন

আসবিরে তুই বন্ধু হয়ে

তখন আমি শূন্য হব

উজার করে সবই দিয়ে।

নীল জোনাকি রাতে যখন

আসবিরে তুই বন্ধু হয়ে

তখন আমি শূন্য হব

উজার করে সবই দিয়ে।

বুকের খুব কাছে থেকে

আমার আদর মাখিস

বুকের খুব কাছে থেকে

আমার আদর মাখিস

হাত বাড়িয়ে ডাকিস, বন্ধু

হাত বাড়িয়ে ডাকিস।

হাত বাড়িয়ে ডাকিস, বন্ধু

হাত বাড়িয়ে ডাকিস।

দক্ষিণ হাওয়া বইবে যখন

মনের কানে শুনিস তখন

মনে করিস বলছি আমি

বলছে আমার অন্তরজামি। 

দক্ষিণ হাওয়া বইবে যখন

মনের কানে শুনিস তখন

মনে করিস বলছি আমি

বলছে আমার অন্তরজামি।

মন যেখানে তুই সেখানে

প্রেমের ছবি আঁকিস

মন যেখানে তুই সেখানে

প্রেমের ছবি আঁকিস

হাত বাড়িয়ে ডাকিস, বন্ধু

হাত বাড়িয়ে ডাকিস।

হাত বাড়িয়ে ডাকিস, বন্ধু

হাত বাড়িয়ে ডাকিস।।

Hat Bariye Dakish Bangla Lyrics 

Tor hrdaya basat bhitai

Aktu jaiga rakish

Anuvober dukkho shuka

Amar sudui takish

Tor hrdaya basat bhitai

Aktu jaiga rakish

Anuvober dukkho shuka

Amar sudui takish

Parish jodi valobasha

Amar hoiya kasa ashe

Parish jodi valobasha

Amar hoiya kasa ashe

Hat bariya dakish bondu

hat bariya dakish

Hat bariya dakish bondu

hat bariya dakish

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *