Hat Katiya Rokto Diya(হাত কাটিয়া রক্ত দিয়া) Bangla Lyrics By RA Azmir
Hat Katiya Rokto Diya(হাত কাটিয়া রক্ত দিয়া) Bangla Lyrics By RA Azmir
Song : Hat Katiya Rokto Diya
Vocal : RA Azmir
Lyrics : Lokman Chowdhury
Label : Sikder Music Official
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
Hat Katiya Rokto Diya Bangla Lyrics
হাত কাটিয়া রক্ত দিয়া
লেইখা ছিলাম নাম
বেইমান প্রিয়া দিলে নারে
আমার প্রেমের দাম
হাত কাটিয়া রক্ত দিয়া
লেইখা ছিলাম নাম
বেইমান প্রিয়া দিলে নারে
আমার প্রেমের দাম
রক্তে লেখা নামটা আজও
আছে আমার হাতে
আপন হইলো তোর নাম
তুই কারো সাথে,
হাত কাটিয়া নাম লিখিয়া
পাইলাম নারে মন
ভালো থাকিস সুখে থাকিস
করি হাজার পন
হাত কাটিয়া নাম লিখিয়া
পাইলাম নারে মন
ভালো থাকিস সুখে থাকিস
করি হাজার পন
লাল রক্তে ছিল আমার
সুদ্ধ ভালোবাসা
তোর ছলনায় রক্তে হইলো
কস্ট নামের বাসা
লাল রক্তে ছিল আমার
সুদ্ধ ভালোবাসা
তোর ছলনায় রক্তে হইলো
কস্ট নামের বাসা
বেইমান প্রিয়া বুঝলে নারে
আমার সুন্দর মন
সৃতিগুলো হইলে মনে
কান্দি সারাক্ষণ
হাত কাটিয়া নাম লিখিয়া
পাইলাম নারে মন
ভালো থাকিস সুখে থাকিস
করি হাজার পন
হাত কাটিয়া নাম লিখিয়া
পাইলাম নারে মন
ভালো থাকিস সুখে থাকিস
করি হাজার পন
মরলে আমি লাশের পাশে
তুই আসিস না
মরার পরেও তোরে দেখলে
হইবে যন্ত্রণা
মরলে আমি লাশের পাশে
তুই আসিস না
মরার পরেও তোরে দেখলে
হইবে যন্ত্রণা
মরার খবর শুনে বেইমান
কান্না করিস না
কারণ হইলো চোখের
জলে আছে ছলনা
হাত কাটিয়া নাম লিখিয়া
পাইলাম নারে মন
ভালো থাকিস সুখে থাকিস
করি হাজার পন
হাত কাটিয়া নাম লিখিয়া
পাইলাম নারে মন
ভালো থাকিস সুখে থাকিস
করি হাজার পন।।
Hat Katiya Rokto Diya Bangla Lyrics
Hat katiya rokto diya
Leikha chilam nam
Beiman priya dile Nato
amar premer dam
Rokte lekha namta ajo
Ace amar hate
Apon hoilo tor nam
Tui karo sathe
Hat katiya nam likhiya
Pailam nare mon
Valo thakis sukhe thakis
Kori hajar pon.