Holude Chokh Rakho(হলুদে চোখ রাখো) Bangla Lyrics By Mahtim Sakib

 

Holude Chokh Rakho(হলুদে চোখ রাখো) Bangla Lyrics By Mahtim Sakib  

Song : Holude Chokh Rakho

Vocal : Mahtim Sakib 

Lyrics : Prosenjit Ojha

Label : Protune

Holude Chokh Rakho Bangla Lyrics 

তুমি সবুজে সুনীলে হাঁটো

আর হলুদে দুচোখ রাখো

তোমার বুকের ভিতর,

গোলাপের ছোট্ট গ্রাম

আমি সেই মাটিতে আমার,

নাম লিখে রাখলাম।

তোমার কথায় মধুমাখা

তোমার হাসিতে মুগ্ধতা 

তোমার ছোঁয়ায় আমার,

শান্ত শীতল মন। 

আমার তোমাকেই শুধু,

তোমাকেই প্রয়োজন।

আমার সবই তোমাকে দিয়ে 

বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।

আমি তোমাকে ভালোবাসি,

শুধু তোমাকেই ভালোবাসি

হাজার লক্ষ কোটি কোটি,

বার বলে দিলাম।

আমি তোমাকে ভালোবাসি,

শুধু তোমাকেই ভালোবাসি

হাজার লক্ষ কোটি কোটি,

বার বলে দিলাম।

তোমার প্রজাতির ডানায়

আমার মনেতে রঙ ছড়ায় 

আমার ভাবনা জুড়ে,

ফাগুন ফুলের বন

তোমার হৃদয়ের কার্নিশে 

ঐ এক ফালি চাঁদ নাচে

আমার জীবন তোমার,

নিকানো উঠোন।

তোমার প্রজাতির ডানায়

আমার মনেতে রঙ ছড়ায় 

আমার ভাবনা জুড়ে,

ফাগুন ফুলের বন

তোমার হৃদয়ের কার্নিশে 

ঐ এক ফালি চাঁদ নাচে

আমার জীবন তোমার,

নিকানো উঠোন। 

আমার সবই তোমাকে দিয়ে 

বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম। 

আমি তোমাকে ভালোবাসি,

শুধু তোমাকেই ভালোবাসি

হাজার লক্ষ কোটি কোটি,

বার বলে দিলাম।

আমি তোমাকে ভালোবাসি,

শুধু তোমাকেই ভালোবাসি

হাজার লক্ষ কোটি কোটি,

বার বলে দিলাম।

তুমি সবুজে সুনীলে হাঁটো

আর হলুদে দুচোখ রাখো

তোমার বুকের ভিতর,

গোলাপের ছোট্ট গ্রাম

আমি সেই মাটিতে আমার,

নাম লিখে রাখলাম।

তোমার কথায় মধুমাখা

তোমার হাসিতে মুগ্ধতা 

তোমার ছোঁয়ায় আমার,

শান্ত শীতল মন। 

আমার তোমাকেই শুধু,

তোমাকেই প্রয়োজন।

আমার সবই তোমাকে দিয়ে 

বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।

আমি তোমাকে ভালোবাসি,

শুধু তোমাকেই ভালোবাসি

হাজার লক্ষ কোটি কোটি,

বার বলে দিলাম।

আমি তোমাকে ভালোবাসি,

শুধু তোমাকেই ভালোবাসি

হাজার লক্ষ কোটি কোটি,

বার বলে দিলাম।

Holude Chokh Rakho Bangla Lyrics   

Tumi sabuj sunile hato

Ar holude chokh rakho

Tomar buker bhitor

Golaper chotto gram

Ami sei matite amar

Nam likhe rakhlam

Tomar kothay madhumakha

Tomar hasite mugdhota

Tomar choyay amar

Santo sitol mon

Amar tomakei prayojon

Amar sob e tomake diye

Binimoye tomake niye nilam

Ami tomakei bhalobasi

Sudhu tomakei bhalobasi

Hajer lokkho koti koti

Bar bole dilam.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *