Horogouri Pice Hotel ( হরগৌরী পিছে হোটেল) Bangla Serial Title Song Lyrics By Shovan Ganguly And Riya Deb Roy.
Horogouri Pice Hotel ( হরগৌরী পিছে হোটেল) Bangla Serial Title Song Lyrics By Shovan Ganguly And Riya Deb Roy.
Song Name : Horogouri Pice Hotel Title Song
Singer : Shovan Ganguly And Riya Deb Roy
Tune & Music : Shovan Ganguly
Lyrics : Pralay Sarkar
Channel : Star Jalsha
Release On : 2022-09-12
Horogouri Pice Hotel Title Song Lyrics in Bengali
কখনো আলোর মিছিলে
দেখেছি তুমিও ছিলে
হঠাৎ এলে এ আড়ালে
বুঝি কতটা কঠিন
কিভাবে এ কথা বলি
শুধু ভেবে ভেবে চলি
যেন আছি পাশাপাশি
সবকিছু হবে রঙ্গীন
সাক্ষী থাকুক আমাদের
হরগৌরী পাইস হোটেল
হরগৌরী পাইস হোটেল
কোলে লুকিয়ে ডেকো না
ব্যাথা অযথা রেখোনা
তুমি যা চাও যে দিকে যাও
হবো তোমারই মতো
পেরিয়ে কালো বা সাদা
দুটো পৃথিবী আলাদা
তবু দুজন হব সুজন
সুখে কাটাবো কত
সাক্ষী থাকুক আমাদের
হরগৌরী পাইস হোটেল
হরগৌরী পাইস হোটেল
কখনো হবো না একা
অচেনা গলিতে দেখা
হোক যত ঝড় অচেনা জ্বর
রেখে যাবো নিশানা
কখনো লোকের ভিড়ে
মায়া বাঁধন গেলে ছিড়ে
দু হাত ধরে ভীষণ মনে
ওড়াবো সামিয়ানা
সাক্ষী থাকুক আমাদের
হরগৌরী পাইস হোটেল
হরগৌরী পাইস হোটেল
হরগৌরী পাইস হোটেল