Hoyto Tomari Jonno (হয়তো তোমারি জন্য) Bangla Lyrics By Manna Dey.
Hoyto Tomari Jonno (হয়তো তোমারি জন্য) Bangla Lyrics By Manna Dey.
Song: Hoyto Tomari Jonno
Singer: Manna Dey
Movie: Tin Bhubaner Pare (1969)
Hoyto Tomari Jonno Lyrics in Bengali
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
আমি যে দুরন্ত
দুচোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই
স্বপ্ন ছড়াই
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চলো যাই
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই