Hoyto Tomari Jonno (হয়তো তোমারি জন্য) Bangla Lyrics By Manna Dey.

 Hoyto Tomari Jonno (হয়তো তোমারি জন্য) Bangla Lyrics By Manna Dey.

Song: Hoyto Tomari Jonno

Singer: Manna Dey

Movie: Tin Bhubaner Pare (1969)

Hoyto Tomari Jonno Lyrics in Bengali 

হয়তো তোমারই জন্য

হয়েছি প্রেমে যে বন্য

জানি তুমি অনন্য

আশার হাত বাড়াই

যদি কখনো একান্তে

চেয়েছি তোমায় জানতে

শুরু থেকে শেষ প্রান্তে

ছুটে ছুটে গেছি তাই

আমি যে নিজেই মত্ত

জানিনা তোমার শর্ত

যদি বা ঘটে অনর্থ

তবুও তোমায় চাই

হয়তো তোমারি জন্য

হয়েছি প্রেমে যে বন্য

জানি তুমি অনন্য

আশার হাত বাড়াই

আমি যে দুরন্ত

দুচোখে অনন্ত

ঝড়ের দিগন্ত জুড়েই

স্বপ্ন ছড়াই

তুমি তো বলনি মন্দ

তবু কেন প্রতিবন্ধ

তুমি তো বলনি মন্দ

তবু কেন প্রতিবন্ধ

রেখোনা মনের দ্বন্দ্ব

সব ছেড়ে চলো যাই

হয়তো তোমারি জন্য

হয়েছি প্রেমে যে বন্য

জানি তুমি অনন্য

আশার হাত বাড়াই

যদি কখনো একান্তে

চেয়েছি তোমায় জানতে

শুরু থেকে শেষ প্রান্তে

ছুটে ছুটে গেছি তাই

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *