Hridoy Niye Chinimini ( হৃদয় নিয়ে ছিনিমিনি ) Bangla Lyrics By Samz Vai

 Hridoy Niye Chinimini ( হৃদয় নিয়ে ছিনিমিনি ) Bangla Lyrics By Samz Vai 

Song : Hridoy Niye Chinimini

Singer : Samz Vai 

Lyrics : Omar Faruk Farhan 

Tune & Music : Rohan Raj 

Label : Music D&M Entertainment 

Hridoy Niye Chinimini Bangla Lyrics 

তুই আমার ছিলি রে পাগলি,

আমার ছিলি 

কোন কারণে ছাইড়া বুকে 

দাগা দিলি (২) 

আমার হৃদয় নিয়া তুই 

খেল্লি ছিনিমিনি 

আমার হৃদয় নিয়া তুই 

খেল্লি ছিনিমিনি 

অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি 

আমি অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি 

পরাণ আমার তোর ছোবলে 

হয়ে গেছে নীল 

কেন রে তুই এমন করে 

ভেঙ্গে দিলি দিল (২) 

তোর কারনে দিশেহারা 

হইলাম প্রেমের ঋণী 

আমার হৃদয় নিয়া তুই 

খেল্লি ছিনিমিনি 

আমার হৃদয় নিয়া 

তুই খেল্লি ছিনিমিনি 

অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি 

আমি অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি 

ইচ্ছে করে তুই আমারে 

এত আঘাত দিলে 

হৃদয় জুড়ে ভূমিকম্প 

কারণ ছারাই দোলে 

ভুলতে তোরে পারব নারে 

এইটা আমি জানি 

আমার হৃদয় নিয়া তুই 

খেল্লি ছিনিমিনি 

আমার হৃদয় নিয়া তুই 

খেল্লি ছিনিমিনি 

অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি 

আমি অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি 

অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি 

আমি অমূল্য এই ভালোবাসা 

কি দিয়া কিনি

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *