Hridoyer Lenadena ( হৃদয়ের লেনাদেনা) Bangla Lyrics By Lyrics S I Tutul. Putuler Shongshar.
Hridoyer Lenadena ( হৃদয়ের লেনাদেনা) Bangla Lyrics By Lyrics S I Tutul. Putuler Shongshar.
Song Name : Hridoyer Lenadena
Singer : S I Tutul
Tune & Music : S I Tutul
Lyrics : Meghdut
Music Label : G Series
Star Cast : Mosharraf Karim & Mim Mantasha
Release On : 2019-12-23
Hridoyer Lenadena Lyrics in Bengali
হৃদয়ের লেনাদেনা
এপারেতে আর হবেনা
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা
দেখা হবে দেখা হবে ঐ পারে
তোমার আমার দেখা হবে ঐ পারে বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে
তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে
আমি জনম জনম ঘুরিয়া
তোমায় কাছে না পাইয়া
ভালোবাসা রাখিলাম যতন করে
বন্ধু যত্ন করে
ও তোমার প্রেমে মজিয়া
চোখের জলে ভাসিয়া
কেউ জানে না কিসের আগুন
আমার অন্তরে বন্ধু আমার অন্তরে
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা
দেখা হবে দেখা হবে ওই পারে
তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে
থাকিও থাকিও তুমি
ঐপারেতে গিয়া
আসিবো আসিবো আমি
প্রেমের তরী নিয়া বন্ধু
প্রেমের তরী নিয়া
ও তোমার আমার এই প্রনয়ে
ভুল যদি না থাকে
ওই পারেতে আইসো তুমি
প্রেমো মালা হাতে বন্ধু
প্রেমো মালা হাতে
হৃদয়ের লেনাদেনা
এপারেতে আর হবে না
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা
দেখা হবে দেখা হবে ঐ পারে
তোমার আমার দেখা হবে ঐ পারে বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু
ওই পারে
তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে