Janena keo ( জানেনা কেও) Bangla Lyrics By Shitom Ahmed.
Janena keo ( জানেনা কেও) Bangla Lyrics By Shitom Ahmed.
Song : Janena Keo
Singer : Shitom Ahmed
Lyrics : Shitom Ahmed
Music : Shitom Ahmed
Label : Shitom Ahmed
Janena Keo Lyrics in Bengali
যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,
জানে না কেউ।
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালোই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।
আমি কাব্য লিখি
খুব গোপনে
সেই কাব্যে আছে তোমার নাম
জানি দেখি নি তোমায় আজো
তবু করে রেখেছো মাতাল।
তাহলে কি সব কিছুই মিথ্যে
পাবো না কি তোমাকে খুঁজে..?
প্রশ্ন করি তোমাকে আমি আজ।
যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,জানে না কেউ
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালো ই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।