Jani Okaron (জানি অকারণ) Bangla Lyrics By Antara Mitra And Ishan Mitra.

 Jani Okaron (জানি অকারণ) Bangla Lyrics By Antara Mitra And Ishan Mitra.

Jani Okaron (জানি অকারণ) Bangla Lyrics By Antara Mitra And Ishan Mitra.


Song : Jani Okaron

Film : Fatafati 

Singer : Antara Mitra And Ishan Mitra

Music and Composition : Amit Chatterjee

Lyrics : Ritam Sen 

Programming : Shamik Chakravarthy

Directed by : Aritra Mukherjee 

Story and Screenplay : Zinia Sen

Presented by : Nandita Roy and Shiboprosad Mukherjee

Produced by : Windows

Jani Okaron Song Lyrics In Bengali 

জানি অকারণ, আজও তুমি প্রয়োজন 

জানি অকারণ, তবু অগোছালো মন,

কাল রাতে ঝরেছে পলাশ। 

জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায় 

জানি অকারণ, তবু ভালো লেগে যায়, 

রিবনে বাঁধি সোহাগের মাস। 

জানি অকারণ ..

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক 

ঘিরে তোমাকে,

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় 

সড়কের বাঁকে। 

ওরে মন রে.. ওরে মন রে.. 

রাঙিয়ে যাস আমারে,

ওরে মন রে.. ওরে মন রে.. 

কেন ভোলাস আমারে। 

ছুঁয়ে থাকি আলগোছে, কেন সুখের দাগ মুছে 

তোমারই মাতন মেখে,

সত্যি কোনো গল্প না, পাওয়া তোমায় অল্প না 

কি মায়া বুনেছো দু’চোখে,

বেঁধেছো কিসে আমাকে। 

জানি অকারণ, তুমি মিশেছো হাওয়ায় 

জানি অকারণ, তবু ভালো লেগে যায়, 

রিবনে বাঁধি সোহাগের মাস। 

জানি অকারণ ..

ছোট ছোট সুখ, জুড়ে থাকে বুক 

ঘিরে তোমাকে,

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় 

সড়কের বাঁকে। 

ওরে মন রে.. ওরে মন রে.. 

রাঙিয়ে যাস আমারে,

ওরে মন রে.. ওরে মন রে.. 

কেন ভোলাস আমারে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *