Jar Betha Se Nijei Bojhe(জার ব্যাথা সে নিজেই বোঝে) Bangla Lyrics By Shohag Vai
Jar Betha Se Nijei Bojhe(জার ব্যাথা সে নিজেই বোঝে) Bangla Lyrics By Shohag Vai
Song : Jar Betha Se Nijei Bojhe
Vocal : Shohag Vai
Lyrics : Mohamed Alamin
Label : Shohag Vai Official
Jar Betha Se Nijei Bojhe Bangla Lyrics
যার ব্যাথা সে নিজেই বুঝে
অন্যে বুঝে না,
যার মনে যে ব্যাথা
সেতো অন্যে দেখে না
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,
নিজে ভালো জগৎ ভালো
অন্যের দোষ খুজি না
ভালো থাকলে এখন মানুষ
ভালো চোখে দেখে না।
নিজে ভালো জগৎ ভালো
অন্যের দোষ খুজি না
ভালো থাকলে এখন মানুষ
ভালো চোখে দেখে না।
কস্ট দিলে কস্ট পাইবা
সুখ তো পাইবা না
কস্ট দিলে কস্ট পাইবা
সুখ তো পাইবা না
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,
সভাব দোষে অভাব আসে
সেও কি জানোনা
অন্যের দোষ খোজার আগে
নিজে কেমন ভাবোনা।
সভাব দোষে অভাব আসে
সেও কি জানোনা
অন্যের দোষ খোজার আগে
নিজে কেমন ভাবোনা।
কস্ট দিলে কস্ট পাইবা
সুখ তো পাইবা না
কস্ট দিলে কস্ট পাইবা
সুখ তো পাইবা না
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,
যার ব্যাথা সে নিজেই বুঝে
অন্যে বুঝে না,
যার মনে যে ব্যাথা
সেতো অন্যে দেখে না
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,
কাটা গায়ে নুনের ছিটা
আর লাগাইও না,