Jar Jonno Amay Fele (যার জন্য আমায় ফেলে) Bangla Lyrics By Ariyoshi Synthia.

Jar Jonno Amay Fele (যার জন্য আমায় ফেলে) Bangla Lyrics By Ariyoshi Synthia.

Jar Jonno Amay Fele (যার জন্য আমায় ফেলে) Bangla Lyrics By Ariyoshi Synthia.

Song: Jar Jonno Amay Fele

Singer: Ariyoshi Synthia

Lyrics: Apu and Bethun
Music: Apu Debnath
Music Label: Ariyoshi Synthia
Strings: Ariyoshi, Subhadeep


Jar Jonno Amay Fele Song Lyrics 


যার জন্য আমায় ফেলে গেলি ছেড়ে তুই,

সে কি তোকে ভালবাসে আমারই মতোই ।

যার জন্য আমায় ফেলে গেলি ছেড়ে তুই,
সে কি তোকে ভালবাসে আমারই মতোই ।

কিভাবে গোছালো সে তোর মনের ঘর,
এতদিনের মায়া তবু করলি পর।
কিভাবে গোছালো সে তোর মনের ঘর,
এতদিনের মায়া তবু করলি পর।
স্বপ্ন গুলো সব করলি ছারকার
যার জন্য আমায় ফেলে গেলি ছেড়ে তুই,
সে কি তোকে ভালবাসে আমারই মতোই।

সে কি বোলায় আমার মতই তোর কপালে হাত,
ঘুম না এলে গান শুনিয়ে জাগে সারারাত।
সে কি বোলায় আমার মতই তোর কপালে হাত,
ঘুম না এলে গান শুনিয়ে জাগে সারারাত।

কিভাবে গোছালো সে তোর মনের ঘর,
এতদিনের মায়া তবু করলি পর।
কিভাবে গোছালো সে তোর মনের ঘর,
এতদিনের মায়া তবু করলি পর।
স্বপ্ন গুলো সব করলি ছারকার
যার জন্য আমায় ফেলে গেলি ছেড়ে তুই,
সে কি তোকে ভালবাসে আমারই মতোই।

কোন বা দোষে আমার সাথে খেললি এমন খেলা,
কার জন্য এমন ভাবে করলি অবহেলা।
কোন বা দোষে আমার সাথে খেললি এমন খেলা,
কার জন্য এমন ভাবে করলি অবহেলা।

কিভাবে গোছালো সে তোর মনের ঘর,
এতদিনের মায়া তবু করলি পর।
কিভাবে গোছালো সে তোর মনের ঘর,
এতদিনের মায়া তবু করলি পর।
স্বপ্ন গুলো সব করলি ছারকার।
যার জন্য আমায় ফেলে গেলি ছেড়ে তুই
সে কি তোকে ভালবাসে আমারই মতোই।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *