Jay Din Jay Ekaki Bangla Lyrics By S. I. Tutul.

Jay Din Jay Ekaki Bangla Lyrics By S. I. Tutul.

Jay Din Jay Ekaki Bangla Lyrics By S. I. Tutul.

Song: Jay Din Jay Ekaki

Singer: S. I. Tutul

Lyrics: Kabir Bakul

Composed by: S. I. Tutul

Music Label: Anupama Movie Songs

Jay Din Jay Ekaki Song Lyrics 

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি।

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি।

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন, যায় দিন…. একাকী।

আজ বিরহের অক্ষর দিয়ে,

মন লিখেছে কবিতা।

সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা।

ভালোবাসা এই অন্তরে,

অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি,

যায় দিন, যায় দিন…. একাকী।

হুম তারই আশার প্রহর গুনে

দিন এমনি ফুরাবে,

ও..না পাওয়ার এই মন আকাশে

স্বপ্ন একে যাবে।

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি।

যায় দিন, যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি।

যায় দিন, যায় একাকী,

তাঁর বিহনে কেমনে বলো থাকি।

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি।

যায় দিন, যায় দিন…. একাকী।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *