Jhumka ( ঝুমকা) Bangla Lyrics By Xefer & Muza.

 Jhumka ( ঝুমকা) Bangla Lyrics By Xefer & Muza.

Jhumka Jhule Kane Haay Song Information 

Song Name :  Jhumka

গান :  ঝুমকা

Singer(s) :  Xefer & Muza

Tune / Music :  R.Cha

Lyricist :  Shibu, Xefer & Muza

Dance Choreo : Ridy Sheikh

Dancers : Esha, Ethila, Aski, Faiza, Joya, Tisa

Costume :  Meher by Samina Sara, Xefer and Jimmy

MUA: Nadim Pranto

Line Producer : Mir Abdullah Al Makki 

Director : Partho Sheikh

AD : Mir Abdullah  Al Makki / Farhan Masud Dipto

Cinematography : Zahede Shams 

Art Director : Sojib hosen 

Production Manager : Mohit Ahmed

Music Label :  MUZA

Dancer :  Esha, Ethila, Aski, Faiza, Joya, Tisa

Release On :  2023-02-27

Jhumka Lyrics in Bengali 

যতই তুমি বাহানা করো না কেন

চুপি চুপি চোখের ইশারাতে খেলো

দেখো কি নীরবে

এভাবে কি জমে

দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে

সুর টা চেনা লাগে

হায়রে আমি আছি এখানে

না জানি কি নসিবে

রাত শেষে কি হবে

ঝুমুর

ঝুমুর

ঝুমকা ঝুলে কানে হায়

তোমার ঐ ইশারায়

ঘোমটা হাওয়ায় উড়ে যায় যায়

ঝুমকা ঝুলে কানে হায়

তোমার ঐ ইশারায়

ঘোমটা হাওয়ায় উড়ে যায় যায় (২)

আস মন আইসা পড় আমার মনের ঠিকানায়

দেইখা বড় ভালোই লাগে

তবুও মুখ টা খোলে না

কেমনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না

একটু শুধু চাইয়ে দেখো

দিয়ে দিমু জীবন টা

(ও ও ও আই কান্ট গেট ইউ আউট অফ মাইন্ড

ও ও ও আই অ্যাম নট দা গাই কান্ট ওয়েট ইন লাইন

নো নো নো নো বেবি আই ডোন্ট ওয়েস্ট মোর টাইম

টেল মি হাউ ইউ ফিল ইনসাইড

আই অ্যাম জাস্ট ওয়ান্ট টু মেক ইউ মাইন)

দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে

সুর টা চেনা লাগে

হায়রে আমি আছি এখানে

না জানি কি নসিবে

রাত শেষে কি হবে

ঝুমুর 

ঝুমুর

ঝুমকা ঝুলে কানে হায়

তোমার ঐ ইশারায়

ঘোমটা হাওয়ায় উড়ে যায় যায়

ঝুমকা ঝুলে কানে হায়

তোমার ঐ ইশারায়

ঘোমটা হাওয়ায় উড়ে যায় যায় (২)

ঝুমুর 

ঝুমুর

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *