Jibito Bibahito ( জীবিত বিবাহিত) Bangla Lyrics By Nachiketa Chakraborty.
Jibito Bibahito ( জীবিত বিবাহিত) Bangla Lyrics By Nachiketa Chakraborty.
Song : Jibito Bibahito
Vocal, Music And Lyrics : Nachiketa Chakraborty
Album Name : Briddhashram
Label : Saregama India Ltd
Jibito Bibahito Lyrics In Bengali
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত,
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত।
পুরুষ মানুষ বেঁচে থাকে
পুরুষ মানুষ বেঁচে থাকে,
বিয়ে করার আগে গো..
বিবাহিত মানে,
বিবাহিত মানে প্রকারন্তরেতে মৃত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত,
ও.. জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত।
জীবিত আছেন তারা, হয়নি যাদের বিয়ে
মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে,
গৃহপালিত স্বামীরা মন দিয়ে অনুধাবন করুন
জীবিত আছেন তারা, হয়নি যাদের বিয়ে
মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে,
কত সুখে আছেন ওরা লাগিয়ে গায়ে হাওয়া
হয়নি দিল্লীর এই লাড্ডু যাদের খাওয়া,
যিনি দাঁড়িয়ে ছাদনা তলায়
পরেছেন মালা গলায়,
দাঁড়িয়ে ছাদনা তলায় পরেছেন মালা গলায়,
সে মালা বকলেস, তিনি সারমেয়র মতো
একথা বুঝবেন –
একথা বুঝবেন, যিনি আছেন আমার মতো,
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত
বল হে, জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত।
ভালোবাসা সুখের ঘর কতো প্রলোভন
আসলে কানার নাম পদ্মলোচন,
পীড়িত পতির দল
আপনারা আমার সাথে একমত তো?
ভালোবাসা সুখের ঘর কতো প্রলোভন
আসলে কানার নাম পদ্মলোচন,
ভুলোনা শুনে বিয়ের সানাই বাদন
বিয়ে হলো বলির আগের ছোট্ট আয়োজন,
যিনি বিয়ে করে বলেন সুখী
স্ত্রী আমার চন্দ্রমুখী,
বিয়ে করে বলেন সুখী স্ত্রী আমার চন্দ্রমুখী,
সেকথা আমার কানে শোনায় গুলের মতো
একথা বুঝবেন
একথা বুঝবেন যিনি আছেন আমার মত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত
গাও হে, জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত।
ও.. জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার, জীবিত বিবাহিত,
পুরুষ মানুষ বেঁচে থাকে
পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো
বিবাহিত মানে
বিবাহিত মানে প্রকারন্তরেতে মৃত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত,
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু’প্রকার জীবিত বিবাহিত।