Jibon Bachate Pare (জীবন বাচাতে পারে) Bangla Lyrics By Kumar Bishwajit.
Jibon Bachate Pare (জীবন বাচাতে পারে) Bangla Lyrics By Kumar Bishwajit.
Song : Jibon Bachate Pare
Singer : Kumar Bishwajit
Lyrics & Music : Ahmed Imtiaz Bulbul
Movie : Dui Noyoner Alo
Label : Anupam
Jibon Bachate Pare Bangla Lyrics
জীবন বাঁচাতে পারে
মরণ কালে যে
ও পরী, ও পরী
তুমি হলে সে
জীবন বাঁচাতে পারে
মরণ কালে যে
ও পরী, ও পরী
তুমি হলে সে
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি প্রানেরই পাখি
বুকের পিঞ্জরে
তুমি প্রানেরই পাখি
বুকের পিঞ্জরে
জীবন বাঁচাতে পারে
মরণ কালে যে
ও সাথী ও সাথী
তুমি হলে সে
শিমুল গাছের নরম তুলা
পাখির পালক যেমন
আরো নরম তোমার মনটি
লাগে আমার এমন
শিমুল গাছের নরম তুলা
পাখির পালক যেমন
আরো নরম তোমার মনটি
লাগে আমার এমন
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি সোনালী আলো
চোখের মনিতে
তুমি সোনালী আলো
চোখের মনিতে
জীবন বাঁচাতে পারে
মরণ কালে যে
ও পরী, ও পরী
তুমি হলে সে
সকাল বেলার ঝড়া বকুল
রাতে হাসনাহেনা
তোমার গায়ের সুবাস আমার
তেমন চেনা চেনা
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি রুপালি চন্দ্র
রাতের আসমানে
তুমি রুপালি চন্দ্র
রাতের আসমানে
জীবন বাঁচাতে পারে
মরণ কালে যে
ও সাথী , ও সাথী
তুমি হলে সে
জীবন বাঁচাতে পারে
মরণ কালে যে
ও পরী, ও পরী
তুমি হলে সে
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি হলে সেই পরী
তুমি হলে সে
তুমি প্রানেরই পাখি
বুকের পিঞ্জরে
তুমি প্রানেরই পাখি
বুকের পিঞ্জরে
জীবন বাঁচাতে পারে
মরণ কালে যে
ও সাথী, ও সাথী
তুমি হলে সে
ও পরী, ও পরী
তুমি হলে সে।।