Jibon Jokhon Chilo Fuler Moto Bangla Song Lyrics By Rabindranath Tagore.

Jibon Jokhon Chilo Fuler Moto Bangla Song Lyrics By Rabindranath Tagore.

Jibon Jokhon Chilo Fuler Moto Bangla Song Lyrics By Rabindranath Tagore.

Jibon Jokhon Chilo Fuler Moto গানটি গেয়েছেন Sahana Bajpaie। গানের লিরিক্স দিয়েছেন Rabindranath Tagore। এবং গানটি Surinder  Films এর ব্যানারে প্রকাশিত হয়েছে। আশা করছি Jibon Jokhon Chilo Fuler Moto গানের লিরিক্স টি ভাল লাগবে। 

Song : Jibon Jokhon Chilo Fuler Moto

Lyrics : Rabindranath Tagore

Singer : Sahana Bajpaie

Parjaay : Puja-258

Upa-parjaay : Antarmukhe

Raag : Mishra-Behag Baul

Taal : Dadra

Arrangement : Pratyush Banerjee

Director : Kaushik Ganguly  

Label : Surinder  Films

Jibon Jokhon Chilo Fuler Moto Song Lyrics 

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছিল ফুলের মতো। 

বসন্তে সে হতো যখন দাতা

ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,

বসন্তে সে হতো যখন দাতা

ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা,

তবুও যে তার বাকি রইত কত,

জীবন যখন ছিল ফুলের মতো। 

আজ বুঝি তার ফল ধরেছে তাই

হাতে তাহার অধিক কিছু নাই,

আজ বুঝি তার ফল ধরেছে তাই

হাতে তাহার অধিক কিছু নাই,

হেমন্তে তার সময় হলো এবে

পূর্ণ করে আপনাকে সে দেবে,

হেমন্তে তার সময় হলো এবে

পূর্ণ করে আপনাকে সে দেবে,

রসের ভারে তাই সে অবনত। 

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছিল ফুলের মতো

পাপড়ি তাহার ছিল শত শত,

জীবন যখন ছিল ফুলের মতো। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *