Jitta Gecho Bazi (জিৎতা গেছো বাজি) Bangla Lyrics By Asif Akbar.
Jitta Gecho Bazi (জিৎতা গেছো বাজি) Bangla Lyrics By Asif Akbar.
Song : Jitta Gecho Bazi
Singer : Asif Akbar
Lyrics : Shamrat Sha
Tune : Muhammad Milon
Music : Ayon Chaklader
Label : ARB
Jitta Gecho Bazi Bangla Lyrics
চইলা গেছো আমায় ছেড়ে
ঘুমাইয়া আছো সুখে
আমারে একলা থুইয়া,
পাষাণ এই দুনিয়ার বুকে। (২ বার)
তুমি ফাঁকি দিয়া, ভাবো যদি
ফাঁকি দিয়া ভাবো যদি
জিৎতা গেছো বাজি
তুমি বন্ধু ঘুমাই থাকো,
আমি আইতায়াছি
তুমি বন্ধু ঘুমাই থাকো,
আমি আইতায়াছি।
পিরিতি পিরিতি, পিরিতি ছিলো
কত তোমার আমার মাঝে
হারাইয়া যাইতাম কত সুন্দর
দুইজন দুইজনারই মাঝে।
তুমি ফাঁকি দিয়া, ভাবো যদি
ফাঁকি দিয়া ভাবো যদি
জিৎতা গেছো বাজি
তুমি বন্ধু ঘুমাই থাকো,
আমি আইতায়াছি
তুমি বন্ধু ঘুমাই থাকো,
আমি আইতায়াছি।
উড়াল দিয়া চইলা গেলা
পাষাণেরই মতন
তোমায় ছাড়া কেমনে আছে
এই না দেহ জীবন।
ও.. চোখ বুজিয়া শুইয়া আছো
মাটিরই ওই না ঘরে
আমি চোখ বুজিলে, ঘুম আসে না
দেখি শুধু তোমারে।
তুমি ফাঁকি দিয়া, ভাবো যদি
ফাঁকি দিয়া ভাবো যদি
জিৎতা গেছো বাজি
তুমি বন্ধু ঘুমাই থাকো,
আমি আইতায়াছি
তুমি বন্ধু ঘুমাই থাকো,
আমি আইতায়াছি।।