Jitta Gecho Bazi (জিৎতা গেছো বাজি) Bangla Lyrics By Asif Akbar.

 Jitta Gecho Bazi (জিৎতা গেছো বাজি) Bangla Lyrics By Asif Akbar.

Jitta Gecho Bazi (জিৎতা গেছো বাজি) Bangla Lyrics By Asif Akbar.

Song : Jitta Gecho Bazi 

Singer :  Asif Akbar

Lyrics : Shamrat Sha

Tune : Muhammad Milon

Music : Ayon Chaklader

Label : ARB

Jitta Gecho Bazi  Bangla Lyrics 

চইলা গেছো আমায় ছেড়ে

ঘুমাইয়া আছো সুখে

আমারে একলা থুইয়া,

পাষাণ এই দুনিয়ার বুকে। (২ বার)

তুমি ফাঁকি দিয়া, ভাবো যদি

ফাঁকি দিয়া ভাবো যদি

জিৎতা গেছো বাজি

তুমি বন্ধু ঘুমাই থাকো,

আমি আইতায়াছি

তুমি বন্ধু ঘুমাই থাকো,

আমি আইতায়াছি।

পিরিতি পিরিতি, পিরিতি ছিলো

কত তোমার আমার মাঝে

হারাইয়া যাইতাম কত সুন্দর

দুইজন দুইজনারই মাঝে।

তুমি ফাঁকি দিয়া, ভাবো যদি

ফাঁকি দিয়া ভাবো যদি

জিৎতা গেছো বাজি

তুমি বন্ধু ঘুমাই থাকো,

আমি আইতায়াছি

তুমি বন্ধু ঘুমাই থাকো,

আমি আইতায়াছি।

উড়াল দিয়া চইলা গেলা

পাষাণেরই মতন

তোমায় ছাড়া কেমনে আছে

এই না দেহ জীবন।

ও.. চোখ বুজিয়া শুইয়া আছো

মাটিরই ওই না ঘরে

আমি চোখ বুজিলে, ঘুম আসে না

দেখি শুধু তোমারে।

তুমি ফাঁকি দিয়া, ভাবো যদি

ফাঁকি দিয়া ভাবো যদি

জিৎতা গেছো বাজি

তুমি বন্ধু ঘুমাই থাকো,

আমি আইতায়াছি

তুমি বন্ধু ঘুমাই থাকো,

আমি আইতায়াছি।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *