Jochona(জোছনা) Bangla Lyrics By Imran Reza

Jochona(জোছনা) Bangla Lyrics By Imran Reza

Song : Jochona

Vocal : Imran Reza

Lyrics : Imran Reza 

Music : Fahim Ahmed Paulash

Jochona Bangla Lyrics 

এই নদী এই কিনারে

এই পাহাড় এই চুড়াতে

এই নদী এই কিনারে

এই পাহাড় এই চুড়াতে

হারিয়ে যাব আমি অজানায়

নদী মেশে যেথা মোহনায়

সেথা জোছনায় আপন করে

 সেথা জোছনায় আপন করে,

ধানসিঁড়ির এই পথ ধরে 

হেটে যাব বহু দূরে

সিমানা ডিঙিয়ে ওপারে 

বাধবো আপন সুর

জোনাকির আলো জালা রাত্রিতে

নেই যেখানে কোন কোলাহল, 

জোছনা আপন করে

সেথা জোছনা আপন করে 

এই নদী এই কিনারে

এই পাহাড় এই চুড়াতে

এই নদী এই কিনারে

এই পাহাড় এই চুড়াতে

হারিয়ে যাব আমি অজানায়

নদী মেশে যেথা মোহনায়

সেথা জোছনায় আপন করে

 সেথা জোছনায় আপন করে,

পাহাড়ি সবুজের বুক চিরে 

ঝর্না ধারা ঝরে যায় 

সাগর নিলীমায় দূর কোথাও

এক হয়ে মিশে রয়,

রংধনুর রঙে রাঙিয়ে 

পুর্ন করে মোর এই ভুবন 

জোছনায় আপন করে 

সেথা জোছনায় আপন করে 

এই নদী এই কিনারে

এই পাহাড় এই চুড়াতে

এই নদী এই কিনারে

এই পাহাড় এই চুড়াতে

হারিয়ে যাব আমি অজানায়

নদী মেশে যেথা মোহনায়

সেথা জোছনায় আপন করে

 সেথা জোছনায় আপন করে।।

Jochona Bangla Lyrics


Ei nodi ei kinare
Ei pahar ei churate
Ei nodi ei kinare
Ei pahar ei churate
Hariye jabo ami ojanay
Nodi meshe zetha mohonay
Setha jochonay apon kore
Setha jochonay apon kore

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *