Jochona(জোছনা) Bangla Lyrics By Imran Reza
Jochona(জোছনা) Bangla Lyrics By Imran Reza
Song : Jochona
Vocal : Imran Reza
Lyrics : Imran Reza
Music : Fahim Ahmed Paulash
Jochona Bangla Lyrics
এই নদী এই কিনারে
এই পাহাড় এই চুড়াতে
এই নদী এই কিনারে
এই পাহাড় এই চুড়াতে
হারিয়ে যাব আমি অজানায়
নদী মেশে যেথা মোহনায়
সেথা জোছনায় আপন করে
সেথা জোছনায় আপন করে,
ধানসিঁড়ির এই পথ ধরে
হেটে যাব বহু দূরে
সিমানা ডিঙিয়ে ওপারে
বাধবো আপন সুর
জোনাকির আলো জালা রাত্রিতে
নেই যেখানে কোন কোলাহল,
জোছনা আপন করে
সেথা জোছনা আপন করে
এই নদী এই কিনারে
এই পাহাড় এই চুড়াতে
এই নদী এই কিনারে
এই পাহাড় এই চুড়াতে
হারিয়ে যাব আমি অজানায়
নদী মেশে যেথা মোহনায়
সেথা জোছনায় আপন করে
সেথা জোছনায় আপন করে,
পাহাড়ি সবুজের বুক চিরে
ঝর্না ধারা ঝরে যায়
সাগর নিলীমায় দূর কোথাও
এক হয়ে মিশে রয়,
রংধনুর রঙে রাঙিয়ে
পুর্ন করে মোর এই ভুবন
জোছনায় আপন করে
সেথা জোছনায় আপন করে
এই নদী এই কিনারে
এই পাহাড় এই চুড়াতে
এই নদী এই কিনারে
এই পাহাড় এই চুড়াতে
হারিয়ে যাব আমি অজানায়
নদী মেশে যেথা মোহনায়
সেথা জোছনায় আপন করে
সেথা জোছনায় আপন করে।।