Jodi Bondhu Hao ( যদি বন্ধু হও) Bangla Lyrics By Subhamita.
Jodi Bondhu Hao ( যদি বন্ধু হও) Bangla Lyrics By Subhamita.
Song : Jodi Bondhu Hao
Singer : Subhamita
Album : Jodi Bondhu Hao
Music : Uday Bandyopadhyay
Lyrics : Uday Bandyopadhyay
Label : Shemaroo Bengali Music
Jodi Bondhu Hao Song Lyrics In Bengali
যদি বন্ধু হও
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত,
হাসি মুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত …
যদি বন্ধু হও।
সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর,
সবার রঙে মিশলে রঙ, সুরে মিললে সুর
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর,
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বোঝো তোমার আমার নেই তফাত,
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বোঝো তোমার আমার নেই তফাত।
হাসি মুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত …
যদি বন্ধু হও।
কেন বন্ধ ঘরে একই অন্ধকার
সব জানলা খুলে আলো আসতে দাও,
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক
ছুটুক পাল তুলে স্বপ্নরা।
ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন।
ফুরিয়ে যাবে সব যখন, যাবে এই জীবন
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন,
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেওয়াল গুলো ভেঙে যায় হঠাৎ,
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেওয়াল গুলো ভেঙে যায় হঠাৎ,
হাসি মুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত …
যদি বন্ধু হও।
যদি বন্ধু হও, যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত,
হাসি মুখ তুলে, অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত …
যদি বন্ধু হও, যদি বন্ধু হও …