Jodi Pawa Jeto Bangla Academy By Durnibar Saha.
Jodi Pawa Jeto Bangla Academy By Durnibar Saha.
Jodi Pawa Jeto Song Credits :
Song : Jodi Pawa Jeto
Film Name : Chiroshakha Hey
Singer : Durnibar Saha
Lyrics And Music : Soumya Rit
Mix and mastered by : Prasun Mukhopadhyay
Arranged and programmed by : Soumya Rit
Story And Directed by : Arghadip Chatterjee
DOP : Subhadeep Naskar
Producer : 69 Creative Entertainment
Script And Screenplay : Aveek Ray And Sujoyneel Bandyopadhyay
Editor : Anirban Maity
Post Production : RGB LAB
Label : Saregama Bengali
Jodi Pawa Jeto Lyrics In Bengali
যদি পাওয়া যেত, কাউকে তোর মতো
তোকেই খবর দিতাম,
যদি মাপা যেত, ভালোবাসা
হিসেব কষে নিতাম।
কে আসলে কার, মন ভাঙবার, উপযোগী
ঘুম ভাঙা রগড়ানো ঝাপসা দুচোখ,
স্পষ্ট কিছু যায়নি দেখা।
স্বপ্ন ভাঙলে পরে যতদূর চোখ যায়
নিজেকে পাই যে একা।
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
যদি ভেজা যেত, একসাথে
কিছুটা বৃষ্টি কিনে নিতাম,
যদি ধরা যেত, সব মুহূর্ত
কিছুটা তোকে রেখে দিতাম।
কে আসলে কার, মন ভাঙবার, উপযোগী …
শহরের ভিড় আজও খুঁজে ফেরে আমাদের
একসাথে যায়নি দেখা,
দুজনেই ইতিহাস মুছতে ব্যস্ত তবু
গ্যালারিতে জমিয়ে রাখা।
যদি পাওয়া যেত, কাউকে তোর মতো
তোকেই খবর দিতাম,
যদি মাপা যেত, ভালোবাসা
হিসেব কষে নিতাম।
কে আসলে কার, মন ভাঙবার, উপযোগী.