Jokhon Rakhi Chokh(যখন রাখি চোখ) Bangla Lyrics By Rajib

Jokhon Rakhi Chokh(যখন রাখি চোখ) Bangla Lyrics By Rajib

Song : Jokhon Rakhi Chokh

Vocal : Rajib

Lyrics : Zahid Akbar

Tune : Maksud Jamil Mintu

Label : Agniveena

Jokhon Rakhi Chokh Bangla Lyrics 

যখন রাখি চোখ তোমার চোখে 

মন কেমন কেমন করে

তুমি আছো সকাল সাঁঝে 

আমার সব কাজের মাঝে

এই হৃদয় জুড়ে মন 

কেমন কেমন করে। 

যখন রাখি চোখ তোমার 

চোখে মন কেমন কেমন করে

তুমি আছো সকাল সাঁঝে 

আমার সব কাজের মাঝে

এই হৃদয় জুড়ে মন 

কেমন কেমন করে। 

উদাস করা মায়াবী গোধুলি বেলা

 রাত্রি দিনের যখন হয় খেলা

উদাস করা মায়াবী গোধুলি বেলা 

রাত্রি দিনের যখন হয় খেলা। 

তুমি তখন গাইবে কি গান 

সুরে সুরে মন কেমন কেমন করে। 

যখন রাখি চোখ তোমার চোখে 

মন কেমন কেমন করে

তুমি আছো সকাল সাঁঝে 

আমার সব কাজের মাঝে

এই হৃদয় জুড়ে মন 

কেমন কেমন করে। 

স্বপ্ন দেখা উদাসী দুচোখ 

জুড়ে জোছনা আমায় 

ভাসায় হৃদয় পুড়ে

স্বপ্ন দেখা উদাসী দুচোখ 

জুড়ে জোছনা আমায় 

ভাসায় হৃদয় পুড়ে। 

চলো দুজন যাইগো ভেসে 

বহু দূরে মন কেমন কেমন করে। 

যখন রাখি চোখ তোমার চোখে 

মন কেমন কেমন করে

তুমি আছো সকাল সাঁঝে 

আমার সব কাজের মাঝে

এই হৃদয় জুড়ে মন কেমন 

কেমন করে 

তুমি আছো সকাল সাঁঝে 

আমার সব কাজের মাঝে

এই হৃদয় জুড়ে মন কেমন 

কেমন করে

Jokhon Rakhi Chokh Bangla Lyrics 

jokhon rakhi chok 

tomar choke

mon kemon kemon kore

tumi asho sokol saje

amar sob kajer majhe.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *