Joyar Vata (জোয়ার ভাটা) Bangla Lyrics By Gogon Sakib.

 Joyar Vata (জোয়ার ভাটা) Bangla Lyrics By Gogon Sakib. 

Joyar Vata (জোয়ার ভাটা) Bangla Lyrics By Gogon Sakib.

Song : Joyar Vata 

Singer : Gogon Sakib 

Lyrics : Munna Khan 

Tune : Gogon Sakib 

Music : Munshi Jewel 

Label : Munna Khan Multimedia 

Joyar Vata Bangla Lyrics 

মায়া মুখটা দেখে আমি 

পরেছিলাম প্রেমে 

বুঝিনায় তোর ভালোবাসায় 

জীবন যাবে থেমে

 মায়া মুখটা দেখে আমি 

পরেছিলাম প্রেমে 

বুঝিনায় তোর ভালোবাসায় 

জীবন যাবে থেমে

বুঝলিনারে আমারে তুই 

খুজলি নতুন কারে 

আমায় ভুলে থাকবি রে তুই 

পরের বাসরে 

জীবন আমার হইয়া গেল রে 

জোয়ার ভাটা 

কোন কারণে দিলি রে তুই

মরনের সাজা 

জীবন আমার হইয়া গেল রে 

জোয়ার ভাটা 

কোন কারণে দিলি রে তুই

মরনের সাজা 

আমায় ভুলে থাকিস রে তুই 

থাকিস বড় সুখে 

আমি না হয় কাদবো একাই

পুরবো রোজই দুঃখে 

আমায় ভুলে থাকিস রে তুই 

থাকিস বড় সুখে 

আমি না হয় কাদবো একাই

পুরবো রোজই দুঃখে 

চিরতরে ঘুমাই গেলে 

আসবি কি তুই নিতে খোজ 

নাকি মরার খবর শুনেও 

থাকবি রে নিখোঁজ 

জীবন আমার হইয়া গেল রে 

জোয়ার ভাটা 

কোন কারণে দিলি রে তুই

মরনের সাজা 

জীবন আমার হইয়া গেল রে 

জোয়ার ভাটা 

কোন কারণে দিলি রে তুই

মরনের সাজা।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *