Just Songe Thak ( জাস্ট সঙ্গে থাক) Bangla Lyrics By Pratik Kundu, Sudeshna Das, Pijush Das, Hafiza Sultana, Rishav Guha, Shaoni Shome.

 Just Songe Thak ( জাস্ট সঙ্গে থাক) Bangla Lyrics By Pratik Kundu, Sudeshna Das, Pijush Das, Hafiza Sultana, Rishav Guha, Shaoni Shome.

Just Songe Thak ( জাস্ট সঙ্গে থাক) Bangla Lyrics By Pratik Kundu, Sudeshna Das, Pijush Das, Hafiza Sultana, Rishav Guha, Shaoni Shome.

Song Name :  Just Songe Thak

Singer :  Pratik Kundu, Sudeshna Das, Pijush Das, Hafiza Sultana, Rishav Guha, Shaoni Shome

Tune & Music :  Dipesh Chakraborty

Lyrics :  Pijush Das.

Music Label :  The Bong Studio

Release On :  2020-10-11

Just Songe Thak Lyrics in Bengali 

চাইলে তুই গাইলে গান তোকেই শোনাবো 

হাত ধরে রাত ভোরে শহর ঘোরাবো 

জানিস আমার বেসামাল হয়েই আছে মন 

এই সময় তুই আমার ভীষণ প্রয়োজন 

এই মনের অবস্থা আর কি বলি 

দিতে চায় On Point-এ অঞ্জলি 

বারেবারে ছুটে চলে যায় তোর গলির দিকে 

কোন কথা মানে না 

তোর সাথে অনেকটা পথ চলতে চাই 

Then কানে কানে ভালোবাসি বলতে চাই 

শুধু আবদার একটাই যা কিছুই হয়ে যাক 

Just সঙ্গে থাক 

সব যন্ত্রণা কমে যাবে 

সঙ্গে থাক 

এইবার পুজো জমে যাবে 

সঙ্গে থাক সঙ্গে থাক 

আজ আমার 

Just সঙ্গে থাক 

মাঝরাতে কথা বলা যাবে 

সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে 

সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার 

সঙ্গে থাক 

ডাকনামেরা কপালে থাকে না সবার

কথারা ফুরিয়ে গেলে 

থেকে যায় স্মৃতিরা হাজার 

এসবের মানে তারাই তো জানে আজকাল

নিজেদের ঠিক ভুলে 

ভালো ছিল যারা গতকাল 

কাঠবেড়ালিরা ক্যাডবেরিতেই খুশি 

গাল গুলো দেখো পুরো যেনো ফুলটুসি 

আর আব-ভাব রংচঙে রূপসীর মত 

নাগাল পাওয়া দায় 

পুজো আসছে এইটাই তো ভালোলাগা 

এসে গেলে দশমীর পথ চেয়ে থাকা 

তাই আবদার একটাই যা কিছুই হয়ে যাক 

Just সঙ্গে থাক 

সব যন্ত্রণা কমে যাবে 

সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে 

সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার 

Just সঙ্গে থাক 

মাঝ রাতে কথা বলা যাবে 

সঙ্গে থাক এইবার পুজো জমে যাবে 

সঙ্গে থাক সঙ্গে থাক আজ আমার 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *