Kache Ashar Ei Golpe Bangla Lyrics By Imrul Karim Emil.

 Kache Ashar Ei Golpe Bangla Lyrics By Imrul Karim Emil.

Kache Ashar Ei Golpe Song Credits :


Song : Kache Ashar Ei Golpe

Band Name : Shunno

Vocal : Imrul Karim Emil

Lyrics : Tanvir Chowdhury

Bass : Michael Gomes

Guitar : Ishmamul Farhad

Drums : Rafatul Bari Labib

Audio Production : Shaker Raza

Label : Closeup Bangladesh

Kache Ashar Ei Golpe Lyrics In Bengali 

হয়তো তোমার 

হাসি খুবই ভালো লাগে,

নয়তো তোমার নীরবতা 

বড়ো কানে লাগে। 

হয়তো এ মন 

মনে মনে তোমায় ডাকে,

নয়তো না পেয়ে তোমায় 

হারাবার ভয় থাকে। 

হয়তো নয়তো 

হবে বেশি অল্পে,

কাছে আসার এই গল্পে। 

তুমি দূরে থাকো বা 

বুকেরই বাঁ পাশে, 

তুমি মনে রাখো না 

রাখো আমাকে,

ঠিক আছে… ঠিক আছে… 

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন : www.hindiilyric.com

হয়তো চোখে, 

চোখে কত কথা বলি,

নয়তো তোমার বলা, 

বলা কথা শেষ করি। 

আমাদেরই টান 

নেই কোনো অভিধানে,

হয়তো বুঝি তোমায় 

নয়তো খুঁজি অনুমানে। 

হয়তো নয়তো 

হবে বেশি অল্পে,

কাছে আসার এই গল্পে। 

তুমি দূরে থাকো বা 

বুকেরই বাঁ পাশে, 

তুমি মনে রাখো না 

রাখো আমাকে,

ঠিক আছে… ঠিক আছে… 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *