Kalo Jole Kuchla Tole (কালো জলে কুচলা তলে) Bangla Lyrics By Tanmay Kar & Friends.
Kalo Jole Kuchla Tole (কালো জলে কুচলা তলে) Bangla Lyrics By Tanmay Kar & Friends.
Song : Kalo Jole Kuchla Tole
Singer : Tanmay Kar & Friends
Lyrics : Traditional Jhumur
Label : Tanmay Kar and Friends
Kalo Jole Kuchla Tole Bangla Lyrics
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন।
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস।
চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়।
মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা।
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার।
কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন।
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস।