Kalo Kokil Kolonker Kali Lagailo(কালো কোকিল কলঙ্কের কালি) Bangla Lyrics By Israt Jahan Jui.

Kalo Kokil Kolonker Kali Lagailo(কালো কোকিল কলঙ্কের কালি) Bangla Lyrics By Israt Jahan Jui.

Kalo Kokil Kolonker Kali Lagailo(কালো কোকিল কলঙ্কের কালি) Bangla Lyrics By Israt Jahan Jui.

Song : Kalo Kokil Kolonker Kali Lagailo

Singer(s): Israt Jahan Jui

Music : Akash mahmud

Lyricist : Collected

Music Label : Israt Jahan Jui

Kalo Kokil Kolonker Kali Song  Lyrics 

(কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইলো

আমার এ কূল ও কূল জুড়ে ঢেউ জাগাইলো) – ২

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

ও কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইলো

আমার এ কূল ও কূল জুড়ে ঢেউ জাগাইলো

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

(শীতের রাইতে গায়রে কোকিল বসন্তেরি গান

এমন হইলে কেমন কইরে বাইন্ধে রাখি প্রাণ) – ২

আমার অন্তরেরি ভাঙ্গা ঘরে

বুঝি এতদিনের পরে

আমার অন্তরেরি ভাঙ্গা ঘরে

বুঝি এতদিনের পরে বসন্ত আইলো

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

(নতুন কইরে বাইন্ধেছি এই দুঃখেরি জীবন

নতুন সুখে ভইরে আমি আছি সর্বক্ষণ) – ২

আমার অন্তরের মধুপুরে

কুহু কুহু মধুর সুরে

আমার অন্তরের মধুপুরে

কুহু কুহু মধুর সুরে কোকিলে গাইলো

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

ও কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইলো

আমার এ কূল ও কূল জুড়ে ঢেউ জাগাইলো

(ঘুমাইয়ে ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো) – ৪

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *