Kandi Proti Rat (কান্দি প্রতি রাত) Bangla Lyrics By RA Azmir.
Kandi Proti Rat (কান্দি প্রতি রাত) Bangla Lyrics By RA Azmir.
Song : Kandi Proti Rat
Singer : RA Azmir
Lyrics : Jihad Imran
Tune : RA Azmir
Music : Anim Khan
Label : E-Sound Music
Kandi Proti Rat Bangla Lyrics
আমার পাখি ছাইড়া আমায়
ধরছে অন্য হাত
পাখির জন্য কান্দি আমি
কান্দি প্রতি রাত
আমার পাখি ছাইড়া আমায়
ধরছে অন্য হাত
পাখির জন্য কান্দি আমি
কান্দি প্রতি রাত
হায়রে পাখির মনে ছিল
শুধুই ছলনা
কেমন ভালোবাসলো পাখি
হিসেব মেলে না
পাখি আমার এতো বেইমান
জানতাম না রে আগে
আমার মনটা ভাইঙ্গা চুরমার
করলো টুকরো ভাগে
পাখি আমার এতো বেইমান
জানতাম না রে আগে
আমার মনটা ভাইঙ্গা চুরমার
করলো টুকরো ভাগে
কতো ভালোবাসতাম তারে
জানতো না রে কেউ
সেই মানুষটা তুললো বুকে
কস্ট নামের ঢেউ
কতো ভালোবাসতাম তারে
জানতো না রে কেউ
সেই মানুষটা তুললো বুকে
কস্ট নামের ঢেউ
কি অপরাধ ছিলো আমার
জানা ছিলো না
আমার পাখি হটাৎ পালটি
নিলো বুঝলাম না
পাখি আমার এতো বেইমান
জানতাম না রে আগে
আমার মনটা ভাইঙ্গা চুরমার
করলো টুকরো ভাগে
পাখি আমার এতো বেইমান
জানতাম না রে আগে
আমার মনটা ভাইঙ্গা চুরমার
করলো টুকরো ভাগে
সার্থ বুঝি বড় ছিলো
আমার পাখির কাছে
প্রেম হারানো বেথায় মানুষ
কেমনে বলো বাচে
সার্থ বুঝি বড় ছিলো
আমার পাখির কাছে
প্রেম হারানো বেথায় মানুষ
কেমনে বলো বাচে
পাখি আমার হইতে পারতো
একটুখানি চাইলে
দিন দুনিয়া এক হইয়া যায়
প্রেমে কষ্ট পাইলে
পাখি আমার এতো বেইমান
জানতাম না রে আগে
আমার মনটা ভাইঙ্গা চুরমার
করলো টুকরো ভাগে
পাখি আমার এতো বেইমান
জানতাম না রে আগে
আমার মনটা ভাইঙ্গা চুরমার
করলো টুকরো ভাগে।।