Kar Adore Ghumas Re Tui (কার আদরে ঘুমাস রে তুই) Bangla Lyrics By Gogon Sakib.

 Kar Adore Ghumas Re Tui (কার আদরে ঘুমাস রে তুই) Bangla Lyrics By Gogon Sakib.

Kar Adore Ghumas Re Tui (কার আদরে ঘুমাস রে তুই) Bangla Lyrics By Gogon Sakib.

Song: Kar Adore Ghumas Re Tui

Singer: Gogon Sakib

Lyrics: Khondokar Nayem

Label: Lionic Music

Release Date: 26 December 2022

Kar Adore Ghumas Re Tui Lyrics in Bengali 

কার আদরে ঘুমাস রে তুই 

ব্যস্ত কারে লইয়া

কেমন কইরা ভুইলা গেলি

রঙ্গিন আশা দিয়া

কার আদরে ঘুমাস রে তুই 

ব্যস্ত কারে লইয়া

কেমন কইরা ভুইলা গেলি

রঙ্গিন আশা দিয়া

সাদা কালো ফানুস বানায়

করলি আমায় ফুটো

শেষ পথে তুই প্রেমের বদল

দিলি দুঃখের মুঠো 

কে আইছে তোর জীবনে আজ

আমায় ভুলাইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় তাড়াইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় ভুলাইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় তাড়াইতে

তুই ছাড়া মোর জীবন মাঝি

ছাড়া খেয়ার মতো 

তীর ছাড়া নদীতে আমায় 

ভাসায়বি আর কত 

তুই ছাড়া মোর জীবন মাঝি

ছাড়া খেয়ার মতো 

তীর ছাড়া নদীতে আমায় 

ভাসায়বি আর কত 

কই গেলো সেই কসম রে তোর 

ভুইলা গেলি সব

তোর অভাবে মন পাড়াতে

হয় দুঃখের উৎসব 

কে আইছে তোর জীবনে আজ

আমায় ভুলাইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় তাড়াইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় ভুলাইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় তাড়াইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় ভুলাইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় তাড়াইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় ভুলাইতে

কে আইছে তোর জীবনে আজ

আমায় তাড়াইতে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *