Ke Poralo Mundo Mala (কে পরালো মুণ্ডমালা) Bangla Lyrics By Tina Ghoshal.
Ke Poralo Mundo Mala (কে পরালো মুণ্ডমালা) Bangla Lyrics By Tina Ghoshal.
Song Title: Ke Poralo Mundo Mala
Singer: Tina Ghoshal
Music: Nitai Ghatak
Lyrics: Kazi Nazrul Islam
Arrangement: Amit Ghosh and Saujanya Chowdhury
Mixing and master: Amit Ghosh
Flute: Tarun Chowdhury
Studio: Murli
Music Label: SVF Music
Release On: 12 December 2019
Ke Poralo Mundo Mala Lyrics in Bengali
কে পরালো মুণ্ডমালা
আমার শ্যামা মায়ের গলে
কে পরালো মুণ্ডমালা
আমার শ্যামা মায়ের গলে
সহস্র দল জীবন কমল
সহস্র দল জীবন কমল
দোলে রে যার চরণ তলে
আমার শ্যামা মায়ের গলে
কে পরালো মুণ্ডমালা
আমার শ্যামা মায়ের গলে
কে বলে মোর মা কে কালো
মায়ের হাসি দিনের আলো
কে বলে মোর মা কে কালো
মায়ের হাসি দিনের আলো
মায়ের আমার গায়ের জ্যোতি
গগন পবন জলে স্থলে
আমার শ্যামা মায়ের গলে
কে পরালো মুণ্ডমালা
আমার শ্যামা মায়ের গলে
শিবের বুকে চরণ যাহার
কেশব যারে পায় না ধ্যানে
শব নিয়ে সে রয় শ্মশানে
কে জানে কোন অভিমানে
সৃষ্টিরে মা রয় আবরি
সেই মা নাকি দিগম্বরী
সৃষ্টিরে মা রয় আবরি
সেই মা নাকি দিগম্বরী
তারে অসুরে কয় ভয়ঙ্করী
অসুরে কয় ভয়ঙ্করী
ভক্ত তায় অভয়া বলে
আমার শ্যামা মায়ের গলে
কে পরালো মুণ্ডমালা
আমার শ্যামা মায়ের গলে
সহস্র দল জীবন কমল
দোলে রে যার চরণ-তলে
আমার শ্যামা মায়ের গলে
কে পরালো মুণ্ডমালা
আমার শ্যামা মায়ের গলে