Kemon Ache Radha Bol ( কেমন আছে রাধা বল) Bangla Lyrics By Animes Ro.
Kemon Ache Radha Bol ( কেমন আছে রাধা বল) Bangla Lyrics By Animes Ro.
Song : Kemon Ache Radha Bol
Lyrics : Radharaman Dutta
Vocal : Animes Ro
Kemon Ache Radha Bol Song Lyrics In Bengali
কেন এলে না
আমার ঝরে আঁখি জল,
কেমন আছে রাধা বল ?
আমার কাঁদে কৃষ্ণমন,
কেমন আছে রাধা বল?
শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে,
আষাঢ়ে বাদল নামে
তোমার উসিলায় রে।
শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে,
আষাঢ়ে বাদল নামে
তোমার উসিলায় রে,
কত দিন যে আইল গেল
কত দিন যে আইল গেল
তুমি আইলা না।
কেমন আছে রাধা বল ?
আমার কাঁদে কৃষ্ণমন,
কেমন আছে রাধা বল?
কেঁদে কি আর ভেজে মাটি
বিনা বরষণে ,
প্রণয় কি হয়রে রাধা
যদি না চায় মনে।
কেঁদে কি আর ভেজে মাটি
বিনা বরষণে ,
প্রণয় কি হয়রে রাধা
যদি না চায় মনে,
তোমার লাগিয়ারে রাধা
তোমার লাগিয়ারে রাধা
ঘুরলাম কত লোকালয়।
কেমন আছে রাধা বল ?
আমার কাঁদে কৃষ্ণমন,
কেমন আছে রাধা বল?
কেন এলে না
আমার ঝরে আঁখি জল,
কেমন আছে রাধা বল ?
আমার কাঁদে কৃষ্ণমন,
কেমন আছে রাধা বল ?
কেমন আছে রাধা বল ?
কেমন আছে রাধা বল ?