Keno Beche Achi ( কেন বেঁচে আছি) Bangla Lyrics By Nachiketa Chakraborty.

Keno Beche Achi ( কেন বেঁচে আছি) Bangla Lyrics By Nachiketa Chakraborty.

Keno Beche Achi ( কেন বেঁচে আছি) Bangla Lyrics By Nachiketa Chakraborty.

Song : Keno Beche Achi

Singer : Nachiketa Chakraborty

Lyrics : Kakali Chatterjee

Music : Devjit Roy

Song Programming : Gopal Das

Record Mixed & Master : G.Deb

Cinematography Edit & Color : Susanta Adhikary

Label : Friday Fun Records Bengali

Keno Beche Achi Song Lyrics 

বলো কেন বেঁচে আছি?

বলো কেন বেঁচে আছি?

বলো কেন বেঁচে আছি?

বলো কেন বেঁচে আছি?

বেঁচে থাকি রোজ কিসের টানে 

প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে 

খুঁজে গেছি জীবনের মানে,

প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে 

আমি খুঁজে গেছি জীবনের মানে। 

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

লেখাপড়া শিখে সার্টিফিকেট 

যদিও কপালে জোটে,

পকেটটা থাকে সেই খালি,

প্রতারণা শুধু জালিয়াতি চলে 

মাটি ভেবে মুঠো মুঠো ভরি বালি। 

তবুও ছুটছি, (তবুও ছুটছি) 

কেন তবুও ছুটছি, অন্তহীন সন্ধানে,

খুঁজে গেছি জীবনের মানে। 

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

এই পৃথিবীতে ডাস্টবিনে 

ফেলে দেয় খাবার,

কেউ সে খাবার খুঁটে খায়। 

রেড-লাইট মোড়ে ওই যে দাঁড়িয়ে মেয়ে 

একা একা জীবনের হিসেবে মেলায়। 

কেন তবুও বাঁচতে চাওয়া, 

(তবুও বাঁচতে চাওয়া)

কেন তবুও বাঁচতে চাওয়া অলীক মায়ার বন্ধনে,

খুঁজে গেছি জীবনের মানে। 

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

বেঁচে থাকি রোজ কিসের টানে 

প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে 

খুঁজে গেছি জীবনের মানে,

প্রতিটি দিন জানে ব্যর্থ অভিধানে 

আমি খুঁজে গেছি জীবনের মানে। 

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

বলো কেন বেঁচে আছি?

(বলো কেন বেঁচে আছি?)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *