Kew Karo Noy (কেউ কারো নয়) Bangla Lyrics By Gogon Sakib.
Kew Karo Noy (কেউ কারো নয়) Bangla Lyrics By Gogon Sakib.
Song : Kew Karo Noy
Singer : Gogon Sakib
Lyrics & Tune : Sanhashis Ghosh
Music : MMP Rony
Label : Laser Vision
Kew Karo Noy Bangla Lyrics
আমি ছাড়া যদি তোমার
জীবন ভালো চলে
আমি কেন ডুবে রবো
দুখেরই অতলে
আমি ছাড়া যদি তোমার
জীবন ভালো চলে
আমি কেন ডুবে রবো
দুখেরই অতলে
এই দুনিয়ায় আসলে কেউ
কারো জন্য নয়
এই দুনিয়ায় নিজের জন্যই
নিজের বাচতে হয়
এই দুনিয়ায় আসলে কেউ
কারো জন্য নয়
এই দুনিয়ায় নিজের জন্যই
নিজের বাচতে হয়
আমি ছাড়া যদি তোমার
জীবন ভালো চলে
আমি কেন ডুবে রবো
দুখেরই অতলে
তোমায় আমি নিজের থেকে
ভাবিনি আলাদা
তুমি আমায় বুঝিয়েছো
দুরত্ব ছিলো তাই
তোমায় আমি নিজের থেকে
ভাবিনি আলাদা
তুমি আমায় বুঝিয়েছো
দুরত্ব ছিলো তাই
এই দুনিয়ায় আসলে কেউ
কারো জন্য নয়
এই দুনিয়ায় নিজের জন্যই
নিজের বাচতে হয়
আমি ছাড়া যদি তোমার
জীবন ভালো চলে
আমি কেন ডুবে রবো
দুখেরই অতলে
সার্থ ছাড়া কেউ যে কারো
হয়না এখন আপন
ভালোবাসার দামে এখন
যায়না কেনা মন
সার্থ ছাড়া কেউ যে কারো
হয়না এখন আপন
ভালোবাসার দামে এখন
যায়না কেনা মন
এই দুনিয়ায় আসলে কেউ
কারো জন্য নয়
এই দুনিয়ায় নিজের জন্যই
নিজের বাচতে হয়
আমি ছাড়া যদি তোমার
জীবন ভালো চলে
আমি কেন ডুবে রবো
দুখেরই অতলে