Khali Hate Kobore (খালি হাতে কবরে) Bangla Lyrics Baul Raju Mondol.
Khali Hate Kobore (খালি হাতে কবরে) Bangla Lyrics Baul Raju Mondol.
Song : Khali Hate Kobore
Singer : Baul Raju Mondol
Lyrics : Poritosh Barai
Tune : Khaled Munna
Music : Mohidul Hasan Mon
Label : Nayontara Music
Khali Hate Kobore Bangla Lyrics
সংসার সংসার কইরা তুই
ডুইবা রইলি সংসারে
টাকা টাকা কইরা তুই
সম্বল করলি টাকা রে
সংসার সংসার কইরা তুই
ডুইবা রইলি সংসারে
টাকা টাকা কইরা তুই
সম্বল করলি টাকা রে
মইরা গেলে যাইতে হইবো
মইরা গেলে যাইতে হইবো
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
খালি হাতে কবরে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
কোথায় মরবি মিলবে কই
কাফনের কাপড়
কে দিবে কার খবর
কোথায় হবে কবর
কোথায় মরবি মিলবে কই
কাফনের কাপড়
কে দিবে কার খবর
কোথায় হবে কবর
আপনজন থাকবে কিরে
আপনজন থাকবে কিরে
আপনজন থাকবে কিরে
যানাযার ওই হাশরে
যানাযার ওই হাশরে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
ভালো থাকার জন্য তুই
করলি কতো আয়োজন
ভালোবাসে না রে মানুষ
ফুরাই গেলে প্রয়োজন
ভালো থাকার জন্য তুই
করলি কতো আয়োজন
ভালোবাসে না রে মানুষ
ফুরাই গেলে প্রয়োজন
বড় বাড়ি দামি গাড়ি
বড় বাড়ি দামি গাড়ি
বড় বাড়ি দামি গাড়ি
থাকলি লোকের নজরে
থাকলি লোকের নজরে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
বড়ির দোষে বাড়ই কান্দে
অথৈ নদীর বাকে
তোর সম্পদ খাইবো লোকে
তোরে খাইবো পোকে
বড়ির দোষে বাড়ই কান্দে
অথৈ নদীর বাকে
তোর সম্পদ খাইবো লোকে
তোরে খাইবো পোকে
ওগো দয়াল দয়া করো
ওগো দয়াল দয়া করো
ওগো দয়াল দয়া করো
তোমার অধম বান্দারে
তোমার অধম বান্দারে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
সংসার সংসার কইরা তুই
ডুইবা রইলি সংসারে
টাকা টাকা কইরা তুই
সম্বল করলি টাকা রে
মইরা গেলে যাইতে হইবো
মইরা গেলে যাইতে হইবো
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে
খালি হাতে কবরে
মইরা গেলে যাইতে হইবো
খালি হাতে কবরে।।