Khodar Kache Nalis Debo(খোদার কাছে নালিশ দেবো) Bangla Lyrics By Gogon Sakib.

 Khodar Kache Nalis Debo(খোদার কাছে নালিশ দেবো) Bangla Lyrics By Gogon Sakib. 

Khodar Kache Nalis Debo(খোদার কাছে নালিশ দেবো) Bangla Lyrics By Gogon Sakib.

Song : Khodar Kache Nalis Debo

Singer : Gogon Sakib & Moni Chowdhury 

Lyrics & Tune : Moni Chowdhury 

Music : Rohan Raj 

Label :  Popy Multimedia 

Khodar Kache Nalis Debo Bangla Lyrics 

খোদার কাছে নালিশ দেবো 

মাইয়া তোরই নামে

কতো ব্যাথা দিছিস মনে 

জানে খোদা জানে 

আমি খোদার কাছে নালিশ দেবো 

পোলা তোরই নামে

কতো ব্যাথা দিছিস মনে 

জানে খোদা জানে 

রোজ রাইতে খোদার কাছে

কাইন্দা কইতাম মোনাজাতে 

তোর জোড়াটা লেখে যেন 

এই অভাগার সাথে 

রোজ রাইতে খোদার কাছে

কাইন্দা কইতাম মোনাজাতে 

তোর জোড়াটা লেখে যেন 

এই অভাগীর সাথে 

আমি ভাসলে নয়ন জলে 

তুই ভালো আছিস ভুলে 

এতো ভালোবাসার পরেও

কেন দুইজনে দুই কুলে

 আমি ভাসলে নয়ন জলে 

তুই ভালো আছিস ভুলে 

এতো ভালোবাসার পরেও

কেন দুইজনে দুই কুলে

আমি সইতে পারি না 

তোরে না পাওয়ার যন্ত্রণা 

আমার বুক পাজরে ঘা 

তুই আইসা দেইখা যা 

রোজ রাইতে খোদার কাছে

কাইন্দা কইতাম মোনাজাতে 

তোর জোড়াটা লেখে যেন 

এই অভাগীর সাথে 

রোজ রাইতে খোদার কাছে

কাইন্দা কইতাম মোনাজাতে 

তোর জোড়াটা লেখে যেন 

এই অভাগার সাথে 

আমি কেমনে বুঝাই তোরে 

তুই আছিস বুকটা জুড়ে 

আমি করবো কারে ঘায়েল

দুঃখ রাখার জায়গা নাই 

আমি কেমনে বুঝাই তোরে 

তুই আছিস বুকটা জুড়ে 

আমি করবো কারে ঘায়েল

দুঃখ রাখার জায়গা নাই 

কপাল আমার পোড়া 

প্রেম লয়নি তাইতো জোড়া 

তুই ভাগ্যে লেখা নাই 

তাই কানলেও না পাই 

রোজ রাইতে খোদার কাছে

কাইন্দা কইতাম মোনাজাতে 

তোর জোড়াটা লেখে যেন 

এই অভাগার সাথে 

রোজ রাইতে খোদার কাছে

কাইন্দা কইতাম মোনাজাতে 

তোর জোড়াটা লেখে যেন 

এই অভাগার সাথে।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *