Khoma Kore Dao Bangla Lyrics By Samz Vai.
Khoma Kore Dao Bangla Lyrics By Samz Vai.
Song: Khoma Kore Dao
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music Label: Eagle Music
Moner Manush Maan Korile Song Lyrics
যায়না বলা মুখে কিছু,
মনের মানুষ মান করিলে।
পিরিত কি আর ভাইসা আসে
নর্দমার জলে?
ওরে যায়না বলা মুখে কিছু,
মনের মানুষ মান করিলে।
পিরিত কি আর ভাইসা আসে
নর্দমার জলে?
আমি মন মজাইসি
এমন কুয়োর তলে,
বন্ধু রে…
আমি মন মজাইসি
এমন কুয়োর তলে।
যে জল আসে না আর ফিরে,
যদি একবার যায় তলে।
সখি প্রেমে মন মজাইলো না,
সে মোর জন্যে না।
খড়কুটো লই পলাই বাধল
অন্য ঠিকানা।(২)
একটা মানুষ কয় জনারে
এক মন দিতে পারে?
এত ধোকা দিলে কি আর,
ছোঁয়া যায় তারে?(২)
বন্ধু রে…
মন মজাইসি, এমন কুয়োর তলে।
যে জল আসে না আর ফিরে,
যদি একবার যায় তলে।
সখি প্রেমে মন মজাইলো না,
সে মোর জন্যে না।
খড়কুটো লই পলাই বাধল
অন্য ঠিকানা।(২)
সব ছাড়িয়া এত আপন
ভাবলাম আমি যারে,
সে কি করে আমায় ভুইলা
অন্য হাতে ধরে?
সব ছাড়িয়া এত আপন
ভাবলাম আমি যারে,
সে কি কইরা আমায় ভুইলা
অন্য হাতে ধরে?
বন্ধু রে…
আমি মন মজাইসি
এমন কুয়োর তলে।
যে জল আসে না আর ফিরে,
যদি একবার যায় তলে।
সখি প্রেমে মন মজাইলো না,
সে মোর জন্য না।
খড়কুটো লই পলাই বাধল
অন্য ঠিকানা।(২)