Khub Valobashi Tore (খুব ভালোবাসি তোরে) Ghum Valobashi Re Bangla Lyrics By Samz Vai.

 Khub Valobashi Tore (খুব ভালোবাসি তোরে) Ghum Valobashi Re Bangla Lyrics By Samz Vai. 

Khub Valobashi Tore (খুব ভালোবাসি তোরে) Ghum Valobashi Re Bangla Lyrics By Samz Vai.

Song : Khub Valobashi Tore

Singer : Samz Vai 

Lyrics : Nure Alam Mamun 

Tune : Samz Vai 

Music : Ali Mustafa 

Label : Blive Music Station 

Khub Valobashi Tore Bangla Lyrics 

আমি চাই তোরে চাইরে 

আমার বুকের ভিতরে 

তুমি ছাড়া শুন্য আমি 

হায়রে থাকি কি করে 

আমি চাই তোরে চাইরে 

আমার বুকের ভিতরে 

তুমি ছাড়া শুন্য আমি 

হায়রে থাকি কি করে 

নিশি হয়না এখন ভোর 

তুই আছিস কতো দূরে 

তোর সপন নিয়ে আমি 

চক্ষু বুঝি রে 

খুব ভালোবাসি রে 

তোরে ভালোবাসি রে 

ভাইঙ্গা দিয়া আমার পরান 

কই হারাইলি রে 

খুব ভালোবাসি রে 

তোরে ভালোবাসি রে 

ভাইঙ্গা দিয়া আমার পরান 

কই হারাইলি রে 

পরান কান্দে আমার এই 

নেই তুমি পাশে নেই

সৃতির টানে আনমনে 

আমি খুজি রে তোকেই

পরান কান্দে আমার এই 

নেই তুমি পাশে নেই

সৃতির টানে আনমনে 

আমি খুজি রে তোকেই

আমি জলি আমি পুরি

তোর মতো কেউ নাইরে 

খুব ভালোবাসি রে 

তোরে ভালোবাসি রে 

ভাইঙ্গা দিয়া আমার পরান 

কই হারাইলি রে 

খুব ভালোবাসি রে 

তোরে ভালোবাসি রে 

ভাইঙ্গা দিয়া আমার পরান 

কই হারাইলি রে 

চার দেয়ালেই যেন তুই 

করিস বিচরণ 

বুঝি না আমি তোর এই 

প্রেমের ব্যাকরণ 

চার দেয়ালেই যেন তুই 

করিস বিচরণ 

বুঝি না আমি তোর এই 

প্রেমের ব্যাকরণ 

তুই ছায়া, তুই মায়া 

তোরে ছাড়া চলে না রে 

খুব ভালোবাসি রে 

তোরে ভালোবাসি রে 

ভাইঙ্গা দিয়া আমার পরান 

কই হারাইলি রে 

খুব ভালোবাসি রে 

তোরে ভালোবাসি রে 

ভাইঙ্গা দিয়া আমার পরান 

কই হারাইলি রে।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *