Khuda Jane Na ( খুদা জানে না) Bangla Lyrics By Siddhartha Ray.

 Khuda Jane Na ( খুদা জানে না) Bangla Lyrics By Siddhartha Ray.

Khuda Jane Na ( খুদা জানে না) Bangla Lyrics By Siddhartha Ray.

Song : Khuda Jane Na

Vocals : Siddhartha Ray (Sidhu)

Vocals : Abhijit Barman (Pota)

Guitar And Backing vocals : Boidurjyo Chowdhury

Lyrics : Siddhartha Ray

Khuda Jane Na Lyrics In Bengali 

আসিলাম নদীর পাড়ে 

বহে অনন্ত স্রোত,

আসিলাম নদীর পাড়ে .. 

আসিলাম নদীর পাড়ে 

বহে অনন্ত স্রোত,

ফেলে যাওয়া, পেরিয়ে যাওয়া, 

ফেলে যাওয়া, পেরিয়ে যাওয়া, 

জড়িয়ে ওতপ্রোত,

মন থামে না.. আমার মন থামে না

মন থামে না.. মন থামে না। 

না পাওয়ার থেকে নাকি 

হারাবার ভয় বেশি,

না পাওয়ার থেকে নাকি ..

না পাওয়ার থেকে নাকি 

হারাবার ভয় বেশি,

আয়না এড়িয়ে যায় 

আয়না এড়িয়ে যায় কোথা কোন রূপসী,

মন জানে না.. আমার মন জানে না,

মন জানে না.. মন জানে না। 

জীবন আছে ভালোবাসা ও 

তবুও আত্মহত্যা,

বেঁচে থাকা আমার যুক্তি 

মৃত্যু ও আমার সত্বা। 

আমার পরজন্মে মাতা 

হয়তো অন্তঃস্বত্বা,

আমার পরজন্মে মাতা 

হয়তো অন্তঃস্বত্বা,

খোদা জানে না.. আমার খোদা জানে না,

খোদা জানে না.. খোদা জানে না .. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *