Khuje Jaai (খুঁজে যাই) Bangla Lyrics By Nagar Philomel Band.
Khuje Jaai (খুঁজে যাই) Bangla Lyrics By Nagar Philomel Band.
Here We Present You With the song ‘Khuje Jaai’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Nagar Philomel Band’. Lyrics Written By ‘Souvik Mishra‘, Music Given By ‘Probuddha Banerjee’.. Hope You Will Enjoy The Song.
Song : Khuje Jaai
Band Name : Nagar Philomel
Lyrics : Souvik Mishra
Arranged by : Probuddha Banerjee
Khuje Jai Song Lyrics
একজন আছে কোন কবেকার ঠিকানায়
আছে সে কাছে তাও কোন দূর অজানায়,
খুঁজে যাই আমি তাই এ পথে সে গলিতে
একবার ছুঁতে চাই, খুঁজে যাই।
দেখেছি তাকে কোন হারানো পাতাতে
চিনেছি পুরোনো চেনা কোলকাতাতে,
দেখেছি তাকে কোন হারানো পাতাতে
চিনেছি পুরোনো চেনা কোলকাতাতে,
খুঁজে যাই আমি তাই পাল্টানো এ শহরে
যদি তার দেখা পাই, খুঁজে যাই।
ভিড়েভিড় এ শহর হাসিমুখ ঝলমল
চেনা পথ ঢেকে দেয় হাইরাইজ জঙ্গল,
ভিড়েভিড় এ শহর হাসিমুখ ঝলমল
চেনা পথ ঢেকে দেয় হাইরাইজ জঙ্গল,
খুঁজে যাই আমি তাই কবে কার সে স্মৃতি কে
ওড়ে ছাই, ওড়ে ছাই, খুঁজে যাই।
খুঁজে যাই আমি তাই এ পথে সে গলিতে
একবার ছুঁতে চাই, খুঁজে যাই।