Kichu Kichu Kotha Aar Kichu Porichoy ( কিছু কিছু কথা আর কিছু পরিচয়) Bangla Lyrics By Alka Yagnik.

 Kichu Kichu Kotha Aar Kichu Porichoy ( কিছু কিছু কথা আর কিছু পরিচয়) Bangla Lyrics By  Alka Yagnik.

Kichu Kichu Kotha Aar Kichu Porichoy ( কিছু কিছু কথা আর কিছু পরিচয়) Bangla Lyrics By  Alka Yagnik

Song Name :  Kichu Kichu Kotha Aar Kichu Porichoy.

Sing :  Alka Yagnik

Cover : Ariyoshi Synthia, Somrat Jahangir and Many Others

Tune & Music :  Ashok Bhadra

Music Label :  Eskay Movies

Star Cast :  Prosenjit Chatterjee, Rachana Banerjee,Abhishek Chatterjee, Subhasish Mukhopadhyay

Release On :  2005-01-01

Kichu Kichu Kotha Aar Kichu Porichoy Lyrics in Bengali 

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

কিছু কিছু মুখের হাসি

দিয়ে যায় চাওয়ার বেশি

কিছু কিছু মুখের হাসি

দিয়ে যায় চাওয়ার বেশি

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

মধুর কিছু সময় যে জীবনে আসে

গুন-গুন করে ওঠে মন কত আবেশে

মধুর কিছু সময় যে জীবনে আসে

গুন-গুন করে ওঠে মন কত আবেশে

মনেপড়ে যায় কত স্মৃতি

কত ছবি ভালোবাসার

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

এই ভাবে যদি কেটে যায় চিরদিন

রঙে রঙে যদি হয় মনটা রঙিন

এই ভাবে যদি কেটে যায় চিরদিন

রঙে রঙে যদি হয় মনটা রঙিন

স্বপ্নেরই দিন যখন আসে

আপন জনের ছোঁয়ায়

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি

কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *