Kobi (কবি) Bangla Song Lyrics By The Tree Band.
Kobi (কবি) Bangla Song Lyrics By The Tree Band.
Song : Kobi
Band Name : The Tree
Album : Solo Theke Teis
Lyric, Tune and Composition : Zahed
Keys, Guitar & Back vocal : Samit
Guitar, Keys, Violin & Vocal : Zahed
Guitar : Labib
Bass : Rifat & Sarbojit
Drums : Abid
Kobi Song Lyrics
কবি,
তুমি ভেবেছো কি ?
তোমার লেখার মাঝে
কতটা আছে ওরা,
যাদের পাশে তোমার খুব প্রয়োজন,
স্বপ্ন যাদের নেই
তোমার লেখায় স্বপ্ন কই ?
কবি,
তোমার কাগজ জুড়ে
শুধু ভালবাসা, হাসি, আনন্দ,
যারা বাঁচতে চায়, যারা বলতে চায়
তুমি তাদের কথা হয়ে আসবে কবে?
এসব লিখা লিখতেই হবে
তোমার কবিতার খাতায়,
স্বপ্ন গুলো শব্দ হয়ে
আসতেই হবে এবার।
কবি,
তুমি ভেবেছো কি ?
তোমার লেখার মাঝে
কতটা আছে ওরা,
যাদের পাশে তোমার খুব প্রয়োজন,
স্বপ্ন যাদের নেই
তোমার লেখায় স্বপ্ন কই ?
কলম হাতে যুদ্ধে যেতে
তোমার কিসের ভয় কবি?
লিখেই দেখো তাদের কথা
তুমি একা নও, এই শহরে।